1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেকারত্ব সমস্যা

৫ এপ্রিল ২০১৩

বিশ্ব অর্থনীতি নিরাময়ের পথে বটে, অন্তত ওইসিডি’র পরিসংখ্যান কিছুটা আশার আলোক দেখাচ্ছে৷ কিন্তু সেই আশার আলোক যারা তরুণ অথবা দীর্ঘকাল বেকার, তাদের অবধি পৌঁছবে কিনা, বলা শক্ত৷

https://p.dw.com/p/18A8o
ছবি: picture alliance/dpa

রয়টার্সের একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই বিপরীতমুখিতাকেই তুলে ধরা হয়েছে: একদিকে যেমন প্রবৃদ্ধি, অন্যদিকে তেমন একটানা মন্দা, যুব বেকারত্ব ও দীর্ঘমেয়াদি বেকারত্ব৷ এই দু'য়ের টানাপোড়েনে নতুন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে৷

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংগঠন ওইসিডি বৃহস্পতিবার মন্তব্য করেছে: ‘‘দীর্ঘমেয়াদি বেকারত্বের বৃদ্ধি, সেই সঙ্গে ক্রমেই আরো বেশি কর্মহীনের বেকার ভাতার পরিবর্তে নিম্নতর সামাজিক ভাতা পাবার ফলে দারিদ্র্য ও অসাম্য বেড়ে চলেছে৷'' বিশেষ করে ইউরোপে – ওইসিডি যোগ করে৷

বেকারত্ব, সেই সঙ্গে বেকাররা রাষ্ট্রের কাছ থেকে যে সাহায্য পেয়ে থাকে, তার পরিমাণ কমছে৷ এর ফলে কিন্তু তাদের ক্রয়ক্ষমতা কমছে৷ যার অর্থ, পণ্য ও পরিষেবার চাহিদা বাড়তে পারছে না৷ সেক্ষেত্রে অর্থনীতির পক্ষে ‘‘এসকেপ ভেলসিটি'' বা মন্দা থেকে বেরিয়ে আসার পর্যায়ে পৌঁছনো আরো কঠিন হয়ে উঠবে, এটাই হল আশঙ্কা৷ যেমন সরকারবর্গের আশঙ্কা যে, উচ্চ বেকারত্ব যতো চলবে, ততই এ' সমস্যার সমাধান করা আরো কঠিন হয়ে উঠবে৷

Arbeitslosigkeit in Spanien
যুব বেকারত্ব নিয়ে নতুন মাথাব্যথাছবি: picture-alliance/dpa

রাজনৈতিক নেতৃবর্গ এবং সেই সঙ্গে বিনিয়োগকারীদেরও ক্রমবর্ধমান আশঙ্কা হল, অর্থনৈতিক নিরাময় ও প্রবৃদ্ধি শুরু হওয়ার পরেও যদি যুব সমাজে দঙ্গলে দঙ্গলে বেকার থাকে, তাহলে বহু দেশে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিপন্ন হতে পারে৷ গত ফেব্রুয়ারিতে ইটালির সংসদীয় নির্বাচনে তরুণ সমাজ ঠিক এ'ভাবেই ক্যানাডা থেকে আগত এক কৌতুকাভিনেতাকে তাদের প্রতিবাদের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল৷ এমনকি ২০১১ সালে ‘আরব বসন্তের' সূচনাও ঘটেছিল অনুরূপ পরিস্থিতি থেকে৷

সুইজারল্যান্ডের ক্রেদি সুইস ব্যাংকের একটি গবেষণাপত্রে বিশ্বব্যাপী যুব বেকারত্ব বাড়ার প্রবণতাকে শুধু বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধির পক্ষেই নয়, রাজনৈতিক স্থিতি এবং তথাকথিত ‘‘ডেমোগ্র্যাফিক ডিভিডেন্ড'' বা ‘জনসংখ্যাগত সুবিধা'-র পক্ষেও বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে৷ একটি দেশের শ্রমিক-কর্মচারীদের মধ্যে প্রবীণ ও শিশুদের তুলনায় তরুণ-তরুণীদের সংখ্যাবৃদ্ধি ঘটলে কিছুটা সময়ের জন্য এই জনসংখ্যাগত সুবিধা পাওয়া যায়৷ কিন্তু তার পরে?

সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান অনুযায়ী তরুণ স্পেনীয় এবং গ্রিকদের ৫০ শতাংশের বেশি কর্মহীন; ইটালিতে ৩০ শতাংশ; আয়ারল্যান্ড ও পর্তুগালে আর্থিক ত্রাণের পরেও ৩০ শতাংশের কাছাকাছি৷ গতমাসে ইইউ নেতৃবর্গ তাঁদের শীর্ষবৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন, যুব বেকারত্বে পীড়িত এলাকাগুলির জন্য একটি ‘যুব কর্মসংস্থান উদ্যোগ'-এর অঙ্গ হিসেবে আগামী সাত বছরে ৬০০ কোটি ইউরো বরাদ্দ করা হবে৷

তার অর্থ, ইউরো এলাকার প্রত্যেক তরুণ কর্মহীনের জন্য এক হাজার ইউরো বরাদ্দ করা হচ্ছে৷ কাজেই এই উদ্যোগের সাফল্য সম্পর্কে অনেকেই সন্দিহান৷

এসি / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য