‘যুদ্ধ কখনও সঠিক সমাধান হতে পারে না' | পাঠক ভাবনা | DW | 23.09.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘যুদ্ধ কখনও সঠিক সমাধান হতে পারে না'

‘ভারত-পাকিস্তান যুদ্ধ কি সত্যিই আসন্ন?‌' – এই প্রতিবেদনটি পড়ে ডিডাব্লিউ-র একজন পাঠকের মন্তব্য, ‘‘যুদ্ধ কখনও সঠিক সমাধান হতে পারে না৷'' অন্যদিকে অনেকে ভারত-পাকিস্তান যুদ্ধ সম্পর্কে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন৷

‘‘যুদ্ধ কখনও সঠিক সমাধান হতে পারে না৷ অতীতেও কখনো হয়নি৷ বরং একটি যুদ্ধ ভবিষ্যতে জন্ম দেবে নতুন কোনো যুদ্ধের৷ এতে ধ্বংস হবে সাধারণ মানুষ৷ আর যারা যুদ্ধের জন্য দায়ী, তারা কেবল বসে থেকে মানুষের লাশ গুনবে, ওদের কিছুই হবে না৷ সুতরাং আলোচনাই উৎকৃষ্ট উপায়৷'' এ মন্তব্য মো. সাজেদুর রহমান সোহাগের৷

পাঠক ইমরান আহমেদ লতিফ কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের পক্ষে-বিপক্ষে তাঁর নিজের কোনো মতমত জানাননি৷ তিনি শুধু উল্লেখ করেছেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন, সৌদি আরব এবং ওআইসি৷ আর বাংলাদেশ ঘোষণা দিয়েছে ভারতের পাশে থাকার৷

মেহেদী হাসানের ধারণা, যুদ্ধ লাগলে ভারত খণ্ডবিখণ্ড হয়ে যাবে৷ তিনি মনে করেন, ভারতের স্বাধীনতাকামী রাজ্যগুলো তখন সুযোগ গ্রহণের অপেক্ষায় থাকবে৷ প্রয়োজনে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে যাবতীয় তথ্য আদান-প্রদান করতেও দ্বিধা করবে না ভারতীয় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনগুলোও৷

পাঠক আক্তার হোসেন পাটওয়ারীর অবশ্য বিশ্বাস, ‘‘বর্তমান প্রযুক্তিতে যুদ্ধ করলে ২-৩ সপ্তাহে উভয় দেশই ভিক্ষুকে পরিণত হতে পারে৷''

‘‘দু'দিন আগে শুনলাম ভারত পাকিস্তান থেকে সামরিক ও অস্ত্র খাতে অনেক এগিয়ে৷ এ জন্য কি যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন করবে? ভারত-পাকিস্তান যুদ্ধ হলে হতেও পারে, তবে তখন ভারতকে সমর্থন করবে রাশিয়া৷'' এ বক্তব্য ডয়চে ভেলের ফেসবুক বন্ধু আকাশ ইকবালের৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন