1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার প্রস্তাব বিদ্রোহীদের প্রত্যাখ্যান

১২ সেপ্টেম্বর ২০১৩

যুক্তরাষ্ট্রের আক্রমণ আপাতত স্থগিত হলেও সিরিয়ায় শান্তি ফেরার সম্ভাবনা খুব কম৷ যুক্তরাষ্ট্রের কাছে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিরোধের পরিকল্পনা দিয়েছে রাশিয়া৷ কিন্তু সিরিয়ার বিদ্রোহীরা তা প্রত্যাখ্যান করেছে৷

https://p.dw.com/p/19gMt
A Free Syrian Army fighter points his weapon as his fellow fighter watches in Aleppo's Al-Ezaa neighbourhood September 11, 2013. REUTERS/Aref Hretani (SYRIA - Tags: POLITICS CIVIL UNREST CONFLICT)
ছবি: Reuters

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের আক্রমণ যে এখনও হয়নি তার কৃতিত্ব অনেকাংশেই রাশিয়ার৷ ২১শে আগস্ট দামেস্কে রাসায়নিক গ্যাস ছুড়ে প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনী ১৪ জন মানুষ হত্যা করেছে – এ অভিযোগে সিরিয়ায় হামলা চালানোর ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের বিরোধীতার কারণে যুক্তরাষ্ট্র সে পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখে৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার এক ভাষণে যুদ্ধ পরিকল্পনা আপাতত স্থগিত রাখার কথাও জানান৷ শর্ত ছিল, সিরিয়াকে রুশ প্রেসিডেন্টের প্রস্তাব অনুযায়ী রাসায়নিক অস্ত্র প্রত্যর্পণ করতে হবে৷

রাশিয়ার দৈনিক কমারসান্ট জানিয়েছে, রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে একটি পরিকল্পনা পেশ করেছে৷ এ পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে সিরিয়াকে রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থা (ওপিসিডাব্লিউ)-র সদস্য হবে৷ পরের ধাপে জানাতে হবে দেশের কোথায় কোথায় রাসায়নিক অস্ত্র মজুদ আছে৷ তৃতীয় ধাপে সিরিয়াকে ওপিসিডাব্লিউ-এর পরিদর্শকদের রাসায়নিক অস্ত্র পরীক্ষা করে দেখার অনুমতি দিতে হবে৷ শেষ ধাপে পরিদর্শকদের পরামর্শ অনুযায়ী রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে হবে সিরিয়াকে৷

রাশিয়ার দৈনিকটি মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে এই পরিকল্পনা পেশ করার খবরটা জানালেও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ খবরটি জানিয়েছেন বুধবার৷ এদিকে সিরীয় বিদ্রোহীদের একটি সংগঠন সুপ্রিম মিলিটারি কাউন্সিল রাশিয়ার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য