1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুর গুলিতে নিহত দুজন

১১ এপ্রিল ২০১৩

চার বছরের এক শিশুর গুলিতে ছয় বছরের ছেলে নিহত৷ তারও আগে চার বছরের আরেক শিশুর গুলিতে নিহত মামী৷ ঘটনা দুটোই যুক্তরাষ্ট্রের এবং মাত্র কদিন আগের৷

https://p.dw.com/p/18E5S
Centerville, UNITED STATES: A Glock 9MM pistol, which according to media reports is similar to one of the weapons used by 23-year-old South Korean student Cho Seung-Hui in the Virginia Tech massacre, is pictured 17 April 2007 in Centerville, Virginia. Cho Seung-Hui moved to the United States when he was just eight, but 15 years later his name is set to be permanently etched on the tragic roll call of US school and campus killings after he mowed down 32 people before turning his gun on himself. AFP PHOTO/Tim Sloan (Photo credit should read TIM SLOAN/AFP/Getty Images)
ছবি: Tim Sloan/AFP/Getty Images

প্রথম ঘটনাটি নিউ জার্সির৷ সেখানে ব্র্যান্ডন হল্ট নামের যে ছেলেটি নিহত হয়েছে সে ঘটনার দিন খেলাধুলা করছিল৷ সঙ্গী ছিল চার বছরের শিশুটি৷ এক পর্যায়ে চার বছরের শিশুটি ঘরে গিয়ে বাবা-মার বন্দুক নিয়ে এসে গুলি চালালে সেটা গিয়ে লাগে হল্টের মাথায়৷ এর একদিন পর সে মারা যায়৷

দ্বিতীয় ঘটনার স্থান টেনেসি৷ সেখানে মামী জোসেফিন ফ্যানিং তাঁর ভাগ্নেকে নিয়ে একটা ঘরে ঢুকেছিল যেখানে ফ্যানিং এর স্বামী এক আত্মীয়কে অস্ত্রের সংগ্রহ দেখাচ্ছিল৷ এমন সময় শিশুটি একটি বন্দুক নিয়ে গুলি করলে নিহত হন ফ্যানিং৷

Bildnummer: 53431701 Datum: 11.03.2008 Copyright: imago/blickwinkel Friedenssymbol der verbogenen Pistole auf dem Gelaende der Vereinten Nationen, geschenkt von Luxemburg, USA, Manhattan, New York Bent gun as a symbol of peace on the grounds of the United Nations, donated by Luxembourg, USA, Manhattan, New York BLWS145843 kbdig 2008 quer Waffe Waffen Pistole Pistolen Schusswaffe Schusswaffen Symbol Symbole Symbolik symbolisch Sinnbild sinnbildlich Frieden Kunst Kunstwerk Kunstwerke Skulptur Skulpturen Seitenansicht von der Seite Querformat Amerika amerikanisch Nordamerika nordamerikanisch USA US-amerikanisch Vereinigte Staaten nordoestliche USA New York Flagge Flaggen Nationalflagge Nationalflaggen Nationalfahne Nationalfahnen Staatsflagge Staatsflaggen Fahne Fahnen Staatsfahne Staatsfahnen weapon weapons arms revolver revolvers wapon wapons firearm firearms fire arm fire arms symbols symbolism symbolisms symbolic peace art work of art work of arts sculpture sculptures side view lateral horizontal format America American North America North American US-American United States Northeast USA New Jersey New York City flag flags national flag national flags ensign ensigns Bildnummer 53431701 Date 11 03 2008 Copyright Imago Angle Peace symbol the twisted Pistol on the Terrain the United Nations Free from Luxembourg USA Manhattan New York Bent Gun As a symbol of Peace ON The grounds of The United Nations Donated by Luxembourg USA Manhattan New York Kbdig 2008 horizontal Weapon Weapons Pistol Pistols Firearm Firearms symbol Symbols Symbolism symbolic Emblem symbolically Peace Art Work of art Works of art Sculpture Sculptures Side view from the Side Landscape America American North America North American USA U.S. American United States northeast USA New York Flag Flags National flag National flags National flag National flags National flag State flags Flag Flags State flag State flags Weapon Weapons Arms Revolvers Revolver wapons Firearm Firearms Fire Poor Fire Arms Symbol Symbolism symbolism Peace Art Work of Art Work of Arts Sculpture Sculptures Side View Lateral horizontally Format America American North America North American U.S. American United States Northeast USA New Jersey New York City Flag Flags National Flag National Flags Ensign Ensigns
অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা চলছেছবি: imago stock&people

এই দুই ঘটনায় বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রে অস্ত্র কতটা সহজলভ্য৷ চার মাসে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের একটি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছিল ২০ জন শিশু সহ ২৬ জন৷

তখন থেকেই অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা শুরু হয়৷ রাজনীতিবিদরাও সেটা নিয়ে কথাবার্তা বলছেন৷ স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইনের কথা বলছেন৷

কিন্তু যুক্তরাষ্ট্রে অস্ত্র ব্যবসায়ীরা খুবই শক্তিশালী৷ তাই তারা নতুন কোনো আইন বা আইনের ব্যাপ্তি বাড়ানোর বিরোধিতা করছে৷

তবে শেষ পর্যন্ত একটা বিষয়ে মোটামুটি সমঝোতায় আসা গেছে৷ সেটা হচ্ছে, এখন থেকে ইন্টারনেটে বা কোনো মেলা থেকে বন্দুক কিনতে গেলে ক্রেতার অপরাধ ও মানসিক অবস্থা বিষয়ক অতীত পরীক্ষা করে দেখা হবে৷

এই শর্তটা অবশ্য এখনও রয়েছে৷ তবে সেটা শুধু যখন কেউ লাইসেন্স প্রাপ্ত ডিলারের কাছ থেকে বন্দুক বা আগ্নেয়াস্ত্র কিনতে যায় তখন৷

মার্কিন প্রেসিডেন্ট ওবামা অবশ্য আরও বেশি চেয়েছিলেন৷ তিনি ‘অ্যাসল্ট রাইফেল' বিক্রি বন্ধের পক্ষে ছিলেন৷ কিন্তু তা বোধ হয় হচ্ছে না৷

জেডএইচ / এসবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য