‘ম্যার্কেলের জয়ে আনন্দিত’ | পাঠক ভাবনা | DW | 25.09.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ম্যার্কেলের জয়ে আনন্দিত’

আমাদের প্রত্যাশা এই যে ম্যার্কেলের এই ঐতিহাসিক জয়ের ফলে ভারত-জার্মান মৈত্রী ও সহযোগিতা আরও সংগঠিত ও সুদৃঢ় হবে৷ ১৮তম জার্মান বুন্ডেসটাগ নির্বাচনে ম্যার্কেলের তৃতীয় বারের জন্য জয়কে আমরা স্বাগত জানাই৷

সাম্প্রতিক সময়ের ইউরোপীয় সংকট ও অর্থনৈতিক মন্দা নিরসনে ম্যার্কেল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷ আমরা আশা করছি যে নতুন জোট সঙ্গীদের নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পরিকাঠামোর মধ্যে থেকে ইউরোপের অর্থনীতি ও কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টির মাধ্যমে ইউরোপের বেকারত্ব কমিয়ে আনার লক্ষ্যে আগামী দিনেও নিরন্তর ও সংগঠিত প্রয়াস চালিয়ে যাবেন৷

সুইডেনের স্টকহোমে আয়োজিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন নিয়ে বিজ্ঞান পরিবেশ পাতায় বিস্তারিত পরিবেশনার অনুরোধ রইলো৷ বিশ্বে এইচআইভি সংক্রমণের হারের নিম্নগতি এবং মঙ্গলগ্রহে প্রাণের সম্ভাবনা নিয়ে মহাকাশযান ‘কিউরিওসিটির' পরীক্ষা নিরীক্ষা নিয়ে প্রতিবেদন দুটি থেকে নতুন তথ্য পেয়ে ভালো লাগলো৷ অনুরোধ রইলো অক্টোবরফেস্ট-২০১৩ নিয়ে ছবিঘর সহ তথ্য সমৃদ্ধ পরিবেশনার৷ শুভেচ্ছা রইলো, সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত থেকে৷

সংকলন: নুরুন নাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন