1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ম্যান ডাউন’ নারীর ক্ষমতায়নের পক্ষে অ্যালবাম - রিহানা

৫ জুন ২০১১

সাম্প্রতিক অ্যালবাম ‘ম্যান ডাউন’ নিয়ে বিতর্কে সোচ্চার জনপ্রিয় শিল্পী রিহানা৷ আর অ্যান্ড বি তারকা রিহানার গত সপ্তাহের মুক্তি পাওয়া অ্যালবামে দেখানো হয়েছে একজন পুরুষকে গুলি করে হত্যার ভিডিও চিত্র৷ আর তা নিয়েই যতো বিতর্ক৷

https://p.dw.com/p/11UWx
FILE - In this Feb. 20, 2011 file photo, singer Rihanna performs during the halftime show at the NBA basketball All-Star Game in Los Angeles. (AP Photo/Jae C. Hong, file)
রিহানাছবি: AP

‘ম্যান ডাউন' অ্যালবামে দেখা গেছে বাহ্যত যৌন হয়রানি প্রচেষ্টার প্রতিশোধ হিসেবে একজন নিরস্ত্র মানুষকে রেলস্টেশনে গুলি করে হত্যা করেন শিল্পী রিহানা৷ কিন্তু অ্যালবামটি প্রকাশের পর মানুষ হত্যার দৃশ্যটি নিয়ে আপত্তি তুলেছে একাধিক প্রতিষ্ঠান৷ প্যারেন্টস টেলিভিশন কাউন্সিল, ইনাফ ইজ ইনাফ ক্যাম্পেইন এবং ইন্ডাস্ট্রি ইয়ার্স এর পক্ষ থেকে দৃশ্যটির সমালোচনা করা হয়৷ তারা বলছে, ঠাণ্ডা মাথায় মানুষ খুন করার এই দৃশ্য তরুণীদের সহিংস করে তুলবে৷ তাই রিহানার অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক এন্টারটেইনমেন্ট টেলিভিশন - বিইটি এবং অভিভাবক প্রতিষ্ঠান ভায়াকম'কে এই দৃশ্যের সম্প্রচার বন্ধ করার অনুরোধ জানিয়েছে তারা৷

Flash-Galerie Brit Awards 2011
ছবি: AP

সমালোচকদের জবাব দিতে এবার নড়েচড়ে বসেছেন ২০০৯ সালে বন্ধু ক্রিস ব্রাউনের হাতে যৌন হয়রানির শিকার পপ তারকা রিহানা৷ ২৩ বছর বয়সি এই শিল্পী জোর গলায় জানিয়ে দিলেন, নারীদের ক্ষমতায়নের জন্যই এই অ্যালবাম এবং যৌন নির্যাতনকারীকে শিক্ষা দেওয়ার দৃশ্য দেখানো হয়েছে৷ বিইটি'কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘সারা বিশ্বে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটে চলেছে৷ অথচ আমরা এটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি৷ ভান করছি যেন কিছুই ঘটছে না৷''

রিহানার মতে, অ্যালবামের এই দৃশ্য থেকে নারীদের ক্ষমতায়ন হবে৷ তিনি বললেন, ‘‘আমি আনন্দিত যে, ভক্তরা এটি গ্রহণ করেছে৷ সেটিই আমার কাছে গুরুত্বপূর্ণ৷ এটা তাদের জন্যই৷'' এছাড়া দৃশ্যটিতে যে মেয়েটি গুলি করে মানুষ খুন করছে সে নিজেও অনুতাপ প্রকাশ করেছে৷ সে এই কাজের জন্য গর্বিত নয় বলে নিজের অ্যালবামের পক্ষে যুক্তি তুলে ধরলেন রিহানা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী