1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাচ হার এড়ালেও সিরিজ হার এড়াতে পারলো না লঙ্কানরা

২১ জুন ২০১১

কুমারা সাঙ্গাকারার অধিনায়কোচিত সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে পরাজয় এড়িয়েছে শ্রীলঙ্কা৷ তা সত্ত্বেও সিরিজ পরাজয় ঠেকাতে পারেনি লঙ্কানরা৷ এদিকে এই নিয়ে টানা পাঁচটি সিরিজে জয় ধরে রাখলো ইংলিশ দল৷

https://p.dw.com/p/11fpI
Sri Lanka's Kumar Sangakara, gets ready for a practice session in Calcutta, India, Wednesday, Feb. 7, 2007. Sri Lanka will play its first one day limited over international cricket match against India on Thursday. (AP Photo/Bikas Das)
শ্রীলঙ্কা অধিনায়ক কুমারা সাঙ্গাকারাছবি: AP

চতুর্থ দিনে তিন উইকেট পড়ে যাওয়ায় পরাজয়ের একটা শঙ্কা ছিল লঙ্কানদের মনে৷ কিন্তু সেই ভয় দূর হয়ে যায় সাঙ্গাকারার ব্যাটিং এ৷ এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তাঁর সর্বোচ্চ রান ছিল ৬৬৷ কিন্তু এবার সেঞ্চুরি করেই ছাড়লেন এই বামহাতি ব্যাটসম্যান৷ ২১৭ বলে ২৫তম টেস্ট সেঞ্চুরিটি পূর্ণ করেন লঙ্কান টেস্ট দলের অধিনায়ক৷ তাঁর সঙ্গে থিলান সামারাবিরার ৮৭ রানের ইনিংসটি উল্লেখ করার মত৷ এছাড়া নাইট ওয়াচম্যান রঙ্গনা হেরাথের ৩৬ রানও ভুললে চলবে না৷ চা বিরতির সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়৷ তখন শ্রীলঙ্কার সংগ্রহ পাঁচ উইকেটে ৩৩৪ রান৷ আম্পায়াররা বুঝতে পারছিলেন এই খেলা আর চালিয়ে যাওয়ার কোন অর্থ হয় না৷ তাই সেখানেই ড্র বলে ঘোষণা করেন৷ ম্যাচের সেরা হন ক্রিস ট্রেমলেট৷ আর সিরিজ সেরা হন যৌথভাবে শ্রীলঙ্কার প্রসন্ন জয়াবর্ধনে এবং ইংল্যান্ডের ক্রিস ট্রেমলেট৷ উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০তে সিরিজ জয়ী ইংল্যান্ড৷

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট শুরু হয়েছে৷ ফিডেল এডওয়ার্ডস এর দুর্দান্ত বোলিং এ প্রথম দিন মাত্র ২৪৬ রানেই গুটিয়ে গেছে ভারতের প্রথম ইনিংস৷ এছাড়া ক্যারিবীয় দুই বোলার রামপাল এবং বিশু তিনটি করে উইকেট নেন৷ ভারতের সুরেশ রায়না সর্বোচ্চ ৮২ রান করেন৷ এছাড়া অধিনায়ক ধোনি করেন ৭০ রান৷ এদিকে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ এক উইকেট ৩৪ রান৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক