1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৌমাছির বিলুপ্তি ঘটছে জার্মানিতে

১৭ এপ্রিল ২০০৯

মৌমাছি বিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ভ্যার্ণার ফন ড্যার ওহে বলেন যে, মধু প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইমকার অভিযোগ করে যে, বিগত বছরগুলোতে শীতকালে ব্যাপক সংখ্যক মৌমাছি মারা গেছে৷

https://p.dw.com/p/HZLT
মৌমাছিছবি: AP

ইমকার জানায় যে, ৩০ শতাংশের মত মৌমাছি বিলুপ্ত হয়েছে৷ শুধু জার্মানি নয় সারা বিশ্বেই অসংখ্য মৌমাছি মারা গেছে৷ ফন ড্যারওহে জানান, এশিয়া থেকে আগত এক ধরনের চেলোপোকা ও ডিমের সাদা অংশের অপর্যাপ্ত সরবরাহ এ ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে৷ জানান তিনি আরো জানান, গ্রীষ্মকালে মৌমাছি মারা যায় চারা গাছ রক্ষার উপাদানের মাধ্যমে৷ ইমকার এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পেটার মাস্কে তাই দাবি করেন, এ ধরনের চারা গাছ রক্ষার উপাদান ভালভাবে পরীক্ষা করার৷ মাস্কে জানান, বিগত পঞ্চাশ বছরে মৌমাছি কুলের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে৷ সে সময় শুধুমাত্র ফেডারেল জার্মান প্রজাতন্ত্রেই ছিল পঁচিশ লাখ মৌমাছি৷ আর এখন গোটা জার্মানিতেই মৌমাছির সংখ্যা কমে গিয়ে দাঁড়িয়েছে সাত লাখ সত্তর হাজারে৷

শুধু জার্মানিতেই নয় ইউরোপের অনেক দেশেই মৌমাছি মারা যাচ্ছে৷ রহস্যজনক এই মৃত্যু নিয়ে সুইস বিজ্ঞানীরা একটি গবেষণা অভিযান শুরু করেছেন৷ গবেষকরা বলেছেন, এশিয়া থেকে আগত এক ধরনের চেলোপোকাই এর প্রধান কারণ৷ তাই এটাই হল তাঁদের গবেষণার প্রধান বিষয়৷ গবেষকরা বলেন, এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ মৌমাছির মৃত্যু রোধে বিকল্প ব্যবস্থা নিতে হবে৷ মৌমাছি থাকার ঘরগুলোর উন্নতি সাধন করতে হবে৷ সুইস গবেষণা প্রতিষ্ঠান এএলপি-এর মতে, মৌমাছির বিলুপ্তি শুধু পরিবেশ নয় অর্থনীতির ওপরেও ব্যাপক প্রভাব ফেলেছে৷

প্রতিবেদক: আবদুস সাত্তার, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক