1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোবাইল ফোনের গ্রাহক ছয় কোটি ৬৬ লাখ ২১ হাজার

২৬ ডিসেম্বর ২০১০

ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে নিবন্ধন প্রশ্নে গ্রামীণ ব্যাংকের জবাব, বড়দিন উদযাপন, হিজবুত তাওহিদের নারী সদস্য গ্রেপ্তার, শেরপুরে ভারি অস্ত্র-শস্ত্র উদ্ধার, হরতাল স্থগিত হওয়ার খবরগুলোই গুরুত্ব পেয়েছে আজ৷

https://p.dw.com/p/zplf
Microsoft Corp, phones, social, networking, teens, mobile, business, iPhones, BlackBerrys, touch-screen, handset, cell phones, মোবাইল ফোন, গ্রাহক, ছয় কোটি, ৬৬ লাখ, ২১ হাজার, বাংলাদেশ, মুঠোফোন, প্রথম আলো, সমকাল, বিডিনিউজ, পত্রিকা,
ছবি: AP

দেশে মোবাইল ফোনের গ্রাহক এখন ছয় কোটি ৬৬ লাখ ২১ হাজার৷ এই হিসাবে দেশের প্রায় এক-তৃতীয়াংশ লোকের হাতে মোবাইল ফোনের সেবা পৌঁছে গেছে৷ তবে অপারেটরদের দাবি, শুধু সংযোগ কর না থাকলেই গ্রাহক আরও অনেক বেড়ে যেত৷ দৈনিক প্রথম আলো বিশেষভাবে তুলে ধরেছে দেশের যোগাযোগ খাতে উন্নয়নের এই হিসাব৷ পত্রিকাটি বলছে, অপারেটরগুলোর পৃথক তথ্য হিসাবে, নভেম্বর মাসে টেলিটক বাদে বাকি পাঁচটি অপারেটর প্রায় ১০ লাখ নতুন গ্রাহক যোগ করেছে৷ নভেম্বর মাসে গ্রামীণ ফোনের গ্রাহক বেড়েছে তিন লাখ ৫৬ হাজার৷ তাদের গ্রাহক দাঁড়িয়েছে দুই কোটি ৮৮ লাখ ৪৩ হাজার৷ অন্যদিকে দ্বিতীয় সেরা অপারেটর বাংলালিংকের গ্রাহকসংখ্যাএক কোটি ৮৮ লাখ ৪৩ হাজার, রবির এক কোটি ২০ লাখ ৫৯ হাজার, এয়ারটেলের ৩৭ লাখ ৯৭ হাজার ও সিটিসেলের ১৮ লাখ ৭৩ হাজার৷

শেরপুরে বিপুল পরিমাণ ভারি অস্ত্র-শস্ত্র উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পূর্ব বাঁকাকুড়া গ্রাম থেকে শনিবার মাইন বিস্ফোরক যন্ত্রপাতি, গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ - বিজিবি৷ তবে এর সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত বা আটক করা যায়নি৷ আজকের প্রায় সকল পত্রিকার প্রথম পাতায় স্থান পেয়েছে অস্ত্র উদ্ধারের খবরটি৷ এতে বলা হয়েছে, ঝিনাইগাতীতে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে বিজিবি বলেছে, উদ্ধার করা কাগজপত্র দেখে মনে হয়, এসব গোলাবারুদ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার৷ তবে নাশকতার উদ্দেশ্যে কোন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এসব গোলাবারুদ এনেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷

রবিবারের হরতাল স্থগিত

সরকারের অনুরোধে শিক্ষানীতি সংশোধনের দাবিতে ডাকা রবিবারের হরতাল স্থগিত করেছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ৷ হরতাল স্থগিত হওয়ার এই খবরটি আজ সব পত্রিকাতেই গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে৷ খবরে বলা হয়েছে, শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে হরতাল স্থগিতের ঘোষণা দেন পরিষদের নেতারা৷ হরতাল স্থগিত করার ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি৷ পরিষদের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবদুল লতিফ নেজামী সংবাদ সম্মেলনে জানান, সরকারের অনুরোধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিনের উৎসব নির্বিঘ্ন করতে হরতাল স্থগিত করা হয়েছে৷ তিনি জানান, সরকার শিক্ষানীতি সংশোধনসহ তাদের ১৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে৷ তবে দাবি মেনে নেওয়া না হলে আগামী ২৫ জানুয়ারি হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম