1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মেড ইন জার্মানি' ড্রোনের চাহিদা

৬ জুন ২০১৭

মাইক্রোকপ্টার এমন এক যান, যা শূন্যে ভেসে উঠে নির্দিষ্ট অবস্থান থেকে প্রায় নিখুঁত ছবি তুলতে পারে৷ ‘মেড ইন জার্মানি' এই ড্রোন ক্যামেরা এতই নির্ভরযোগ্য, যে গোটা বিশ্বে তার চাহিদা বেড়েই চলেছে৷

https://p.dw.com/p/2eA8k
ছবি: Mikrokopter

উদ্ভাবক দুই ইঞ্জিনিয়ার জিপিএস প্রযুক্তির সাহায্যে ড্রোন নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছেন৷ একটি মানচিত্রে তাঁরা পরিকল্পিত যাত্রাপথের জায়গাগুলি স্থির করছেন৷ মাইক্রোকপ্টার প্রায় নিখুঁতভাবে সেই রুট অনুযায়ী উড়ে আকাশ থেকে চাহিদা অনুযায়ী ছবি তুলতে পারে৷ ইঙ্গো বুসকার বলেন, ‘‘শখের ড্রোন-চালকরা নিজেরাই চালাতে চান, কারণ তাঁরা পুরোপুরি নিজেরাই এই ওড়ার যন্ত্র তৈরি করতে পারেন৷ বিশ্ববিদ্যালয়গুলি এটি উচ্চশিক্ষার কাজে লাগায়, এরিয়াল ফটোগ্রাফার ও প্রত্নতাত্ত্বিকরাও এটি ব্যবহার করেন৷''

ছোট পরিসরে শুরু করেও এই স্টার্টআপ কোম্পানিকে আলাদা বিপণন বিভাগ চালু করতে হয়েছে৷ সেখান থেকে গোটা বিশ্বে যন্ত্রাংশ পাঠানো হয়৷ হাইসিস্টেমস কোম্পানি এরই মধ্যে বিশ্বের বাজারে তাদের আধিপত্য প্রমাণ করেছে৷ বুসকার বলেন, ‘‘এই যন্ত্রের বৈশিষ্ট্য হলো, এতে অপেক্ষাকৃত কম সংখ্যক মেকানিকাল অংশ রয়েছে৷ সহজ ব্রাশহীন মোটর, রক্ষণাবেক্ষণের ঝামেলা নেই বললেই চলে৷ ৪টি রোটর থাকলেই চলে৷ সঠিক সফটওয়্যারের সাহায্যে ওড়ে৷''

তবে হাতে তৈরি কিছু মাইক্রোকপ্টার ঠিকমতো উড়তে পারে না৷ এমনই এক গ্রাহক নিজে যন্ত্রাংশ জোড়া দিয়ে মাইক্রোকপ্টার তৈরি করে সেটা ওড়াতে পারছেন না৷ কয়েক মাস ধরে সেটি নিয়ন্ত্রণহীন হয়ে উড়ছে, মুখ থুবড়ে পড়ে যাবার উপক্রম হয়েছে৷ ইলেকট্রনিক যন্ত্রপাতিতে গোলযোগ নেই বলেই মনে হচ্ছে, কিন্তু রোটর-এর নিয়ন্ত্রণ বিঘ্নিত হচ্ছে৷ দুই ইঞ্জিনিয়ারও প্রথমে এর কারণ বুঝতে পারেন নি৷ তারপর দেখা গেল, কিছু তার ন্যাভিগেশনে ব্যাঘাত ঘটাচ্ছে৷ একটু নাড়াচাড়া করে কেবেল নতুন করে সাজানো হলো৷ মেরামতির পর উড়ালের আগে উত্তেজনা তো থাকেই৷ তারপর দেখা গেল, মাইক্রোকপ্টার আবার প্রত্যাশামতো উড়ছে৷ তবে তার মালিক এখনো আরও উপরে ওড়ানোর সাহস পাচ্ছেন না৷ এর সহ-উদ্ভাবক হলগার বুস বলেন, ‘‘অতীতে দেখা গেছে, প্রপালশন প্রযুক্তি ও ব্যাটারির উন্নতির সঙ্গে সঙ্গে আরও দীর্ঘ সময় ওড়ানো সম্ভব হয়েছে৷ ভবিষ্যতে তার পাশাপাশি ক্যামেরা প্রযুক্তির ক্ষেত্রেও উন্নতি আশা করা যেতে পারে৷''

ক্যামেরা ড্রোন এখনই সরাসরি থ্রিডি ভিডিও সম্প্রসারণ করতে পারে৷ চলচ্চিত্রের শুটিং থেকে শুরু করে কনসার্ট বা খেলাধুলার ম্যাচে সেটি কাজে লাগানো সম্ভব৷ শূন্যে উঠে বাধাবিপত্তি দেখে অনায়াসে পাশ কাটিয়ে উড়ে যেতে পারে এমন ড্রোন৷ তাছাড়া স্থির হয়েও উড়তে পারে সেটি৷ প্রযুক্তি এতদূর এগিয়েছে, যে জুম করে আরও ভালোভাবে ফোকাস করতে পারে তার ক্যামেরা৷ তাছাড়া যেখান থেকে যাত্রা শুরু করেছে, ঠিক সেখানেই ফিরিয়ে আনার প্রযুক্তিও কাজে লাগানো হচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য