1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেক্সিকোর চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছে ‘ডি ফ্রেমডে’

৮ আগস্ট ২০১০

বলুনতো এবার মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত জার্মান চলচ্চিত্র উৎসবে কোন ছবিটি সবার নজর কেড়েছে? চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেই সবার নজর কাড়ে জার্মান ছবি ‘ডি ফ্রেমডে’৷

https://p.dw.com/p/Oewp
মেক্সিকো, চলচ্চিত্র উৎসব, ‘ডি ফ্রেমডে’, German Film, Mexico, Festival, Die Fremde

নারীর প্রতি সহিংসতা বিরোধী এই ছবিটি প্রদর্শনের সময় দর্শকদের মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়৷ পরিচালক ফেও আল্ডাগের ছবিটি দেখেন প্রায় ১ হাজার দর্শক৷ বাস্তবিকভাবেই ছবিটি যেন দর্শকদের টেনে নিয়ে যায় ছবির তরুণী মেয়ে এবং তার পরিবারের কাছে৷ যারা বাস করেন জার্মানিতে৷ তবে তুরস্কের ঐতিহ্যবাহী প্রাচীন রীতির কারণে পরিবার এবং পরিবারের এই যুগের সদস্যরা অনেক ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন৷ রয়েছেন চাপের মধ্যে৷

মেক্সিকোর জাতীয় চলচ্চিত্র আর্কাইভের পরিচালক এবং উৎসবের সহ-ব্যবস্থাপক পলা আস্টর্গা বলেন, এটি আমাদের জন্যে এক সম্মানের ব্যাপার৷ ছবিটি জনগণের আলোচনার খুব বড় বিষয় না হলেও, মেক্সিকোতে ‘ডি ফ্রেমডে' এক উত্তপ্ত আলোচনার বিষয়ে পরিণত হয়েছে৷ জার্মান এই ছবিটি আসলে দর্শকদের মধ্যে আবেগ সৃষ্টি করেছে৷ যেখানে দেখানো হয়েছে, জার্মানিতে বসবাসরত অভিবাসী তুর্কি সম্প্রদায় অভ্যন্তরীণ সহিংসতার মোকাবেলা করছে৷ দেখানো হয়েছে খোলামেলা হবার জন্যে তাদেরকে প্ররোচিত করা হয়৷

জার্মান চলচ্চিত্র উৎসবে ফিকশন এবং ডকুমেন্টারিও প্রদর্শিত হচ্ছে৷ রয়েছে ফাতিহ আকিন-এর ছবি৷ নানা পুরস্কারপ্রাপ্ত এই পরিচালককে নতুন জার্মান সিনেমার প্রতীক হিসেবে গণ্য করা হয়৷ মিশায়েল হেনেকে'র ছবি ‘ডাজ ভাইসে বান্ড' এবং আন্দ্রেয়াজ ড্রেজেন এর ‘হুইস্কি মিট ভোদকা'সহ রয়েছে আরো অনেকগুলো বিখ্যাত ছবি৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই