1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৃত্যুর পরও বাঁচিয়ে রাখবে ফেসবুক

২ নভেম্বর ২০০৯

সাংবাদিক মাহবুব মতিন মারা গেছেন মাত্র কয়েকদিন আগে৷ মৃত্যুর আগে ফেসবুকে নিজেকে ‘‘সুখী মানুষ’’ লিখে গিয়েছিলেন৷ পৃথিবীর ওপার থেকে মতিন হয়ত আর দেখেননা ফেসবুক৷ কিন্তু প্রিয়জনরা ঠিকই ঢুঁ মারেন মতিন-এর প্রোফাইলে, স্মৃতির খোঁজে৷

https://p.dw.com/p/KKgo
ছবি: AP

সম্প্রতি ফেসবুক ঘোষণা করেছে মৃত ব্যক্তিদের প্রোফাইল সংরক্ষণ করবে তারা৷ অনলাইনে মৃত ব্যক্তিদের স্মৃতি বাচিঁয়ে রাখতে এবং সেই সাথে প্রিয়জনদের শোকবার্তা প্রদর্শনে এই উদ্যোগ সংস্থাটির৷ ফেসবুকের নিরাপত্তা বিষয়ক পরিচালক ম্যাক্স কেলি জানান, যখন কেউ আমাদের ছেড়ে চলে যায়, তার স্মৃতি আমাদেরকে বা সামাজিক নেটওয়ার্ককে ছেড়ে চলে যায় না৷

ম্যাক্স জানান, মৃত্যু নামের বাস্তবতা মেনে নিয়ে আমরা ফেসবুকে ‘ম্যামোরালাইজড' অপশন চালু করেছি যেখানে আমাদেরকে ছেড়ে যাওয়া মানুষটির সব স্মৃতিই জমা থাকবে৷

কেলির মতে ম্যামোরালাইজড প্রোফাইলগুলো কখনো বন্ধু হিসেবে যোগ করুন তালিকায় প্রদর্শিত হবে না কিংবা ফেসবুকের সাধারণ সার্চ তালিকাতেও হাজির হবে না৷ অর্থ্যাৎ কেউ চাইলে মৃত ব্যক্তিকে বন্ধু হিসেবে যোগ করতে পারবেনা৷ একইসঙ্গে পাসওয়ার্ড জানা থাকলেও মৃতব্যক্তির প্রোফাইলে কেউ আর লগ ইনও করতে পারবেনা৷ তাঁর সংরক্ষিত তথ্য কেউ পরিবর্তনও করতে পারবেনা৷ তবে বন্ধুরা লিখতে পারবে প্রোফাইলের ওয়ালে৷

ফেসবুক জানিয়েছে, মৃতব্যক্তির প্রোফাইল থেকে যোগাযোগের তথ্য এবং স্টাটাস আপডেটও মুছে যাবে স্বয়ংক্রিয়ভাবে৷

স্বভাবতই প্রশ্ন, ফেসবুক কিভাবে জানবে কে মারা গেল? সংস্থাটি জানিয়েছে, যখন কেউ আমাদেরকে ছেড়ে চলে যাবে তা তাঁর বন্ধুরা বা আত্মীয় স্বজনরা জানাতে পারবে ফেসবুককে, অনুরোধ করতে পারবে প্রোফাইলটিকে ম্যামোরালাইজড করে রাখতে৷

প্রসঙ্গত, ফেসবুকের এই সেবাটি একেবারে নতুন নয়৷ তবে গত সপ্তাহে সংস্থাটি হঠাৎই এই সেবাকে আলোচনায় নিয়ে আসে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আবদুস সাত্তার