1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তিযোদ্ধাদের পরিচয়-পত্র প্রদানের দাবি

১৮ আগস্ট ২০১১

মাগুরার বাসিন্দা আব্দুল হালিম মিরাজ৷ একাত্তরে শিক্ষার্থী ছিলেন তিনি৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের পর চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হন মিরাজ৷ দেশেই প্রশিক্ষণ গ্রহণ করে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে৷

https://p.dw.com/p/12Iew
A Bangladeshi girl has her head covered with national flag as she holds a rose during Independence day celebrations in Dhaka, Bangladesh, Thursday, March 26, 2009. Bangladeshis celebrated 38 years of independence Thursday amid tight security as tens of thousands of people visited a national memorial outside the capital to mark the independence from Pakistan in which millions of people died. (AP Photo/Pavel Rahman)
বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সহায়তায় এগিয়ে এসেছে: মিরাজছবি: AP

তীর-ধনুক নিয়ে যুদ্ধ

একাত্তরে যুদ্ধে অংশ নিতে সংগ্রাম কমিটি তৈরি হয়েছিল বিভিন্ন জেলায়৷ আব্দুল হালিম মিরাজ ছিলেন যশোর সংগ্রাম কমিটির সদস্য৷ তখন যশোরে লেখাপড়া করতেন তিনি৷ ২৫ মার্চ পাকবাহিনী নিরীহ বাংলাদেশিদের উপর হামলা শুরু করলে মিরাজ মাগুরার ফিরে যান৷ একদিন তিনি খবর পেলেন, পাকবাহিনীর মাগুরা আক্রমণ করতে আসছে৷ তখনও যুদ্ধের জন্য পর্যাপ্ত অস্ত্রশস্ত্র সংগ্রহ সম্ভব হয়নি৷ তবুও মিরাজসহ এক-দুই'শো মানুষ লাঠি, বল্লম আর তীর-ধনুক নিয়ে তৈরি হয় যুদ্ধের জন্য৷ ডয়চে ভেলেকে মিরাজ বলেন, ‘‘সেদিন প্রায় দশ কিলোমিটার পথ অতিক্রম করেও পাকিস্তানি সেনাদের সন্ধান পাইনি৷ তারা ভিন্ন পথে ঝিনাইদাহ চলে যায়৷''

মাগুরা আক্রমণ

১৯৭১ সালের ২৩ এপ্রিল দুপুরের দিকে ঝিনাইদহ এবং যশোর থেকে পাক সেনারা একযোগে মাগুরার দিকে অগ্রসর হয়৷ মাগুরা শহরে প্রবেশের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেনারা৷ এরপর মাগুরা শহরের পি,টি,আই-তে ক্যাম্প স্থাপন করে তারা৷ এই সংগঠিত শত্রু বাহিনীর সঙ্গে বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন ছিল মুক্তিসেনাদের৷ তবে সেনা প্রশিক্ষণের জন্য ভারত যাননি মিরাজ৷ বরং ভারত থেকে ফিরে আসা গেরিলাদের কাছ থেকে অস্ত্র চালনার নিয়মকানুন শিখে নেন তিনি৷ এছাড়া, বিভিন্ন থানা থেকে অস্ত্র সংগ্রহ করেন তাঁরা৷ ভারত থেকেও সহায়তা আসে৷

Sheikh Mujibur Rahman (March 17, 1920 – August 15, 1975) was a Bengali politician and the founding leader of the People's Republic of Bangladesh, generally considered in the country as the father of the Bengali nation. Sheikh Mujibur Rahman, People's Republic of Bangladesh, Awami League, Mujib Declaration: Content partner of DW, bdnews24.com shared these photos for online use only.
শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের পর চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হন মিরাজছবি: bdnews24

আশীর্বাদ

সেসময় মাগুরার খারাপ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, বন্যার পানি, নদী, খাল, বিল, বনাঞ্চল পাকবাহিনীর জন্য বাধা হয়ে দাঁড়ায়৷ অন্যদিকে, মুক্তিবাহিনীর কাছে এসব আশীর্বাদ হিসেবে দেখা দেয়৷ মিরাজরা একের পর এক গেরিলা আক্রমণ চালিয়ে শত্রুপক্ষকে কাবু করে ফেলে৷ এছাড়া একাধিকবার পাক সেনাদের সঙ্গে মুখোমুখি হন ফরিদ৷ তিনি বলেন, ‘‘তিনটি যুদ্ধ করেছি আমি৷ পাকসেনারা খামার পাড়া ক্যাম্প উড়িয়ে দেয়৷ সেসময় আমরা পাকিস্তানি বাহিনীর উপর হামলা চালাই৷ কাজলী এলাকায় নদীর এক পাড়ে অবস্থান নেই আমরা৷ আর অপরদিকে পাকবাহিনী৷ দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয় সেসময়৷ খামারপাড়ায় আরেক যুদ্ধে কয়েক পাক সেনা নিহত হয়৷''

মাগুরা শত্রুমুক্ত

ডিসেম্বরের সাত তারিখ মাগুরা শত্রুমুক্ত হয়৷ মুক্তিবাহিনীর উপর্যুপরি হামলা আর ভারতীয় মিত্র বাহিনীর বিমান হামলায় বিপর্যস্ত পাকসেনারা একরকম পালিয়ে মাগুরা ত্যাগ করে৷ দেশ স্বাধীন হওয়ার পর কয়েক বছর চাকুরি করেছেন মিরাজ৷ এরপর ব্যবসা বাণিজ্যে মনোযোগী হন তিনি৷

হতাশ মিরাজ

বর্তমানে আব্দুল হালিম মিরাজ এর বয়স ৬৪ বছর৷ স্বাধীনতার চল্লিশ বছরে এই বীরসেনা শোনালেন হতাশার কথা৷ তিনি বলেন, ‘‘সারাদেশে এখন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ৷ এর মধ্যে ৫০ হাজারই ভূয়া৷ আমরা চাচ্ছি আসল মুক্তিযোদ্ধাদেরকে পরিচয়-পত্র প্রদান করা হোক৷ সরকার এখনো মুক্তিযোদ্ধাদের কোন পরিচয়-পত্র দেয়নি৷''

বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সহায়তায় এগিয়ে এসেছে, মনে করছেন মিরাজ৷ এজন্য সরকার যে কাজ শুরু করছেন, সেটা স্বল্প সময়ে শেষ করা সম্ভব নয়, মানছেন তিনি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান