1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তিযোদ্ধা সনদ পেতে বিড়ম্বনা

৪ মে ২০১০

বিদ্যুৎ ঘাটতি কমতির দিকে, তবে নদী ভাঙন বাড়ায় বাড়ছে জনজীবনের দুর্গতি৷ থাকছে মুক্তিযোদ্ধা সনদ পেতে বিড়ম্বনার কথাও৷ তবে, এতসবের মাঝেও আরো যে খবর নিয়ে আলোচনা, সেটি ভুটান থেকে সবজি আমদানি নিয়ে৷

https://p.dw.com/p/NDkn
বিদ্যুৎ উৎপাদন বাড়াতে কাজ চলছে (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

বিদ্যুৎ ঘাটতি কমতির দিকে

দৈনিক প্রথম আলো মঙ্গলবার দিয়েছে এই সুখবর৷ পত্রিকাটি বলছে, চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন এখনো কম হলেও সংকট কমতে শুরু করেছে৷ এ বছর ভরা সেচ মরশুমেও বিদ্যুৎ উৎপাদন চার হাজার মেগাওয়াটের নিচে ছিল৷ কিন্তু সার কারখানা বন্ধ করে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানো এবং নতুন কিছু ছোট বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় এই উৎপাদন বেড়েছে৷

বিদ্যুতের ঘাটতি কমার এই লক্ষণ কি দীর্ঘমেয়াদী

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উৎপাদন বাড়াতে এখন পর্যন্ত প্রায় ১,৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিভিন্ন চুক্তি করেছেন৷ দৈনিক প্রথম আলো এই তথ্য জানিয়ে বলছে, এসব কেন্দ্রে ব্যয়সাপেক্ষ উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে৷ আর তাই, ভবিষ্যতে বিদ্যুতের সংকট কমলেও, দাম বেড়ে যেতে পারে৷ যা হয়তো সরকার কিংবা জনগণকে বহন করতে হবে৷

নদী ভাঙন

দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আকস্মিক বেড়ে গিয়ে ভাঙন শুরু হয়েছে৷ ইতিমধ্যে নদী সংলগ্ন ৬টি গ্রাম যমুনা কেড়ে নিয়েছে৷ পানি বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাদি জমিও৷ তাই ভোগান্তিতে পড়েছে নদী সংলগ্ন সাধারণ মানুষ৷

মুক্তিযোদ্ধা সনদ

ঢাকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে নাকি মুক্তিযোদ্ধাদের লম্বা লাইন দেখা যায় সব সময়৷ মুক্তিযোদ্ধা বিষয়ক সনদ পেতে এই লাইন৷ কিন্তু সেই সনদ পাওয়ার বদলে অনেক বিড়ম্বনার শিকার হচ্ছেন মুক্তিযোদ্ধারা৷ দৈনিক কালের কন্ঠ জানিয়েছে এই খবর৷

ভুটান থেকে সবজি আমদানি

বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম জানাচ্ছে, ভুটান ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত সাম্প্রতিক চুক্তি অনুযায়ী, ভুটানি শীতের সবজি বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে৷ জুন-জুলাইয়ে ভুটানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম ও অন্যান্য সবজি উৎপন্ন হয়৷ কিন্তু একই সময়ে বাংলাদেশে তাপমাত্রা বেশি হওয়ায় এবং প্রবল বর্ষণের কারণে কৃষকরা এসব সবজি উৎপাদন করতে পারেন না৷ তাই আমদানির এই সিদ্ধান্ত৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়