মুক্তিযোদ্ধাদের নিজের কণ্ঠে | পাঠক ভাবনা | DW | 31.03.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মুক্তিযোদ্ধাদের নিজের কণ্ঠে

গতকালের সমাজ জীবনে ‘অনেক মুক্তিযোদ্ধা টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না’ শিরোনামে প্রতিবেদনটি পড়লাম৷ প্রতিবেদনটির সাথে আমি সম্পূর্ণভাবে একমত পোষণ করছি৷

কারণ আমাদের দেশের অনেক মুক্তিযোদ্ধা আজ পর্যন্ত তাদের মুক্তিযুদ্ধের স্বীকৃতিটুকুও পায় নাই, অর্থাৎ অনেক মুক্তিযোদ্ধাই তাদের মুক্তিযুদ্ধের সনদ পায় নাই৷ অথচ যারা মুক্তিযুদ্ধ করে নাই, তারা মুক্তিযুদ্ধের সনদ হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে৷ আমাদের দেশের অনেক মুক্তিযোদ্ধাই এখন দুর্বিষহ জীবন যাপন করছে৷ বাংলাদেশি কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল ধারাবাহিকভাবে এসব মুক্তিযোদ্ধাদের করুণ কাহিনী তাদের সাক্ষাৎকারসহ প্রচার করছে৷ আমরা যখন এই সব মুক্তিযোদ্ধাদের জীবনী তাদের নিজের কণ্ঠে শুনি তখন আমাদের খুব খারাপ লাগে৷ তাই আমরা চাই যত দ্রুত সম্ভব যাচাই পূর্বক প্রকৃত মুক্তিযোদ্ধাদের হাতে তাদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি স্বরূপ মুক্তিযুদ্ধের সনদ তুলে দেওয়া হোক এবং যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের সনদ ছিনিয়ে নেওয়া হোক৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

জাপানের সুনামির ব্যাপারে আপনারা খুব সুন্দর সংবাদ পরিবেশন করেছেন৷ ডয়চে ভেলের উপর আমরা অনেক ভরসা করি৷ তাই সংবাদ বিস্তারিত পরিবেশন করলে ভালো হয়৷ সুহৃত ব্যানার্জী৷

প্রিয় পরিচালক, বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা৷ আশা করি সবাই ভাল আছেন৷ আজ একটি বিশেষ প্রয়োজনে লিখছি৷ আমরা আপনাদের বেতারের তালিকাভূক্ত শ্রোতা হতে চাই৷ সম্ভব হলে ই-মেলে একটি ফরম পাঠাবেন৷ শুভেচ্ছান্তে আশরাফ আকন্দ, উত্তরণ রেডিও শ্রোতাক্লাব, ময়মনসিংহ৷

আপনাদের ওয়েবসাইট সত্যিই খুব ভালো৷ এতোই ভালো যে কোন বিশেষণ তার জন্য যথেষ্ট নয়৷ সৌমির বিশ্বাস৷

আমরা শ্রীলঙ্কা/ভারতের ফাইনাল ম্যাচের সময় আরো বেশি খবর পেতে চাই৷ বিএম ফয়সাল আহমেদ, গোপালগঞ্জ৷

অতুলনীয় সব পরিবেশনা নিয়ে গঠিত ডয়চে ভেলের রেডিও অনুষ্ঠান৷ একটা অনুষ্ঠান কোনদিন বাদ পড়লে খুব খারাপ লাগে৷ মনে হয় অনেককিছু জানা থেকে বঞ্চিত হলাম৷ সুনীল কৃষ্ণ বিশ্বাস, আশাশুনি, সাতক্ষীরা৷

ডাকে পাঠানো চিঠির উত্তর কম দেন তবুও আমি ডাকে ই চিঠি পাঠাই৷ আমার অনুরোধ আধঘন্টার অনুষ্ঠানের মধ্যে ২/৩টা চিঠির উত্তর দেবেন৷ ডয়চে ভেলের অনুষ্ঠান নিয়মিত শুনছি৷ এসএমএ হান্নান, হরিপুর, পাবনা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন