1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তি পেয়েই নতুন ছবির ঘোষণা করলেন পোলানস্কি

১৫ জুলাই ২০১০

গত সোমবার সুইস আইনমন্ত্রক থেকে ক্লিনচিট পেয়ে গেছেন রোমান পোলানস্কি৷ গৃহবন্দি নন তিনি আর৷ অতএব শোনা গেল তাঁর নতুন ছবির ঘোষণা৷ আগামী বছরের গোড়ায় নতুন ছবিতে হাত দিচ্ছেন এই বিশ্বখ্যাত পরিচালক৷

https://p.dw.com/p/OJNp
polanski,অন্ধকার অন্তর্লোক,যৌন সম্পর্ক,নতুন ছবি, ইয়াসমিন,সুইজারল্যান্ড,switzerland,berlinale,বার্লিনালে
সুইজারল্যান্ডের গাস্টাডে এই বাড়িতেই নজরবন্দি ছিলেন পোলানস্কিছবি: AP

রোমান পোলানস্কি৷ বয়স ৭৬৷ সেই ১৯৭৭ সাল থেকে বিতর্কে৷ '৭৭ সালে তেরো বছরের এক সদ্য কিশোরীর সঙ্গে যৌনতার অভিযোগে অ্যামেরিকা ছেড়ে ইউরোপে পলায়ন৷ তারপর একের পর এক দুরন্ত সব ছবির পরিচালনা৷ পোলিশ মার্কিন এই পরিচালকের তৈরি ছবির মধ্যে মশালা বৃত্তান্ত যেমন প্রচুর, তেমনই আবার রয়েছে মানুষের অন্ধকার অন্তর্লোকের অনবরত সন্ধান৷

তো, আপাতত রাহুমুক্ত হয়েছেন পোলানস্কি, অতি সদ্য৷ অনৈতিক যৌন সম্পর্কের অভিযোগে মার্কিন গ্রেপ্তারি পরোয়ানা ছিল মাথার ওপর৷ সেই দায়ে সুইজারল্যান্ডের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে গৃহবন্দি করে রেখেছিল৷ তারপর, সোমবার সুইস আইনমন্ত্রী ইভলিন ভিডমেয়ার শ্লুমফ যুক্তরাষ্ট্রের আবেদন প্রত্যাখ্যান করে সাফ জানিয়ে দেন, বন্দি প্রত্যর্পণ করা হবে না পোলানস্কিকে৷ সুতরাং মুক্ত হয়ে গেছেন পোলানস্কি৷

আর তাই শোনা গেল তাঁর নতুন ছবির কথা৷ ছবি হবে ব্রডওয়ে খ্যাত লেখিকা ইয়াসমিন রেজার নতুন গল্প ‘গড অব কার্নেজ'-কে ঘিরে৷ ‘পোলানস্কির সঙ্গে আমি সেই ২০০৯ সাল থেকেই এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছি৷ এবার সব পাকা৷ শ্যুটিং শুরু হবে ২০১১-র গোড়াতে৷' জানিয়েছেন ইয়াসমিন৷ ছবি হবে ইংরেজিতে৷ পটভূমি যদিও ব্রুকলিনের কিন্তু শ্যুটিং হবে পোল্যান্ড আর ফ্রান্সে সম্ভবত৷ কিন্তু, এ ছবির তারকারা কে কে?

Roman Polanski Schweiz Arrest Flash-Galerie
নজরবন্দি বাড়ির বারান্দায় পোলানস্কির এই ছবিটি তোলা হয়েছে দূর থেকে৷ছবি: AP

তার জবাব দিতে পারেন নি ইয়াসমিন৷ কারণ, গল্প ঠিক হয়েছে, শ্যুটিং-এর সময়টময়ও ঠিকঠাক কিন্তু কে কোন চরিত্রে অভিনয় করবে তা এখনও ঠিক হয়নি৷ ‘তবে হয়ে যাবে', বলেছেন আত্মপ্রত্যয়ী ইয়াসমিন৷ বাকিটা হয়তো জানাবেন পোলানস্কি নিজেই৷

কিন্তু কোথায় পোলানস্কি? এতদিন তো তিনি সুইজারল্যান্ডে নিজের বাড়িতেই নজরবন্দি ছিলেন৷ সোমবার মুক্তি পাওয়ার পর থেকে তিনি যে কোথায় উধাও সে খবর কেউই রাখে না৷ পাপারাৎজিরা তো নয়ই৷ তাঁর বাড়ি ঘিরে বসে ছিল পাপারাৎজি ক্যামেরাবাহিনী৷ কিন্তু, সেসবকে ফাঁকি দিয়েই তিনি নাকি আপাতত অন্যত্র৷

সে যাই হোক৷ ছবি শুরু হবে এটাই বড় কথা৷ আর ইয়াসমিন বলছেন, ‘রোমান খুব শক্ত মনের মানুষ৷ এত ঝড় ঝাপটা গেছে, কাজটা কিন্তু কখনো থামায় নি৷ নজরবন্দি থাকার পুরো সময়টাই আমরা চিত্রনাট্য নিয়ে কাজ করে গেছি৷'

সোকথা আর বলতে? তা না হলে কী আর রোমান পোলানস্কি! বোঝাই যাচ্ছে, চলচ্চিত্রের বাজারে এই ৭৬ বছরেও আবার একটা বোমা ফাটাতে চলেছেন এই বিশ্বখ্যাত পরিচালক৷ এই তো কদিন আগেই বার্লিনালেতে পোলানস্কির শেষ ছবি ‘দ্য ঘোস্ট রাইটার' যথেষ্ট সাড়া জাগিয়েছে৷ এরই মধ্যে নতুন ছবির পরিকল্পনাও তাঁর সারা৷ সে ছবি শুরু হতেও বেশিদিন বাকি নেই৷

ধন্য রোমান পোলানস্কি!

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : হোসাইন আব্দুল হাই