1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে আজ শুরু হচ্ছে আরব লিগের সম্মেলন

১৯ জানুয়ারি ২০১১

টিউনিশিয়ার অশান্ত অবস্থার পর যখন আরব দেশগুলোয় সরকার বিরোধীরা উৎসাহিত হচ্ছে, ঠিক সেই সময়ই সেই দেশগুলোর নেতারা মিশরের পর্যটন নগরী শার্ম আল শেখে এক সম্মেলনে মিলিত হচ্ছেন৷ আজ বুধবার শুরু হচ্ছে এই সম্মেলন৷

https://p.dw.com/p/zzTw
নেতারা মিশরে সম্মেলনে মিলিত হচ্ছেনছবি: AP

বাণিজ্য এবং উন্নয়নের বিভিন্ন ইস্যুতে কথা বলবেন তাঁরা৷ টিউনিশিয়ায় সরকার বিরোধী আন্দোলন, প্রেসিডেন্ট বেন আলির পালিয়ে যাওয়ার মাত্র অল্প কয়েকদিন পরেই এই সম্মেলনকে দেখা হচ্ছে খুবই গুরুত্বের সঙ্গে৷ উল্লেখ্য, বৃহস্পতিবার প্রথমবারের মতো টিউনিশিয়ার ঐকমত্যের সরকারের মন্ত্রী পরিষদ বৈঠকে বসবে৷

আরব লিগের সম্মেলন উপলক্ষ্যে মিশর সফররত কুয়েতের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ আল সাবাহ এক সভায় আরব নেতাদের উদ্দেশ্যে বলছেন, এ অঞ্চলের বিভিন্ন দেশে বিক্ষুব্ধ নাগরিকদের সংখ্যা বাড়ছে৷ এখন আরবরা বলছে, বর্তমান নেতারা কি উদ্ভূত চ্যালেঞ্জগুলো যথাযথভাবে মোকাবিলা করতে পারছেন? তিনি প্রশ্ন রেখে বলেন, বর্তমান নেতৃত্ব কি আরব দেশগুলোর মানুষের অধিকারের বিষয়ে সোচ্চার হতে পারবেন?

Amr Moussa Generalsekretär der Arabischen Liga
আরব লিগের মহাসচিব আমর মুসাছবি: AP

যে দেশটির মোট জনগোষ্ঠীর অর্ধেকের আয় মাত্র দুই ডলার, অর্থাৎ সেই মিশরেও ইতিমধ্যেই টিউনিশিয়ার আন্দোলনের আগুনের তাপ লেগেছে৷ সেখানেও শুরু হয়েছে বিক্ষোভ৷ অবশ্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম জাকির ভাষ্য, আন্দোলন দেশটির নাগরিকদের অধিকার৷ মিশর তার নাগরিকদের প্রচুর স্বাধীনতা দিয়েছে৷

শার্ম আল শেখে শুরু হতে যাওয়া এই সম্মেলনে দক্ষিণ সুদানের সাম্প্রতিক ভোট বিষয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে৷ সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির ইতিমধ্যেই মিশরে এসে পৌঁছেছেন৷

এদিকে মিশরে যখন আরব লিগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন ওয়াশিংটনে প্যালেস্টাইনের কূটনৈতিক মিশনে প্রথমবারের মতো ওড়ানো হয়েছে নিজ দেশের পতাকা৷ অবশ্য তাঁরা একে নিজেদের স্বাধীনতা আন্দোলনের একটি প্রতীক হিসাবেই উল্লেখ করা হয়েছে৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে, কয়েক মাস আগেই পতাকা ওড়াবার এই অনুষ্ঠানের অনুমোদন নেয়া হয়, পরে তা অবশ্য পরিবর্তন করা হয়নি৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন