1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কার্টুনে মায়ের অসহায়ত্ব

আরিফুর রহমান৯ মার্চ ২০১৬

নারী অধিকার নিয়ে ভেবেছি সেই ছোটবেলা থেকেই, চেয়েছি ব্যতিক্রমী কিছু করার৷ আর সেই আকাঙ্খা থেকে কার্টুনের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি নারীর অসহায়ত্বের, অধিকারের কথা৷

https://p.dw.com/p/1I9hN
Cartoon Internationaler Frauentag
ছবি: Arifur Rahman

আমার মা তখন তৃতীয় শ্রেণির ছাত্রী, বয়স ১১ আর বাবা পড়তেন অষ্টম শ্রেণিতে, বয়স ১৫৷ সেই বয়সেই তাদের বিয়ে হয়েছিল৷ একদিন আমার মা স্কুল থেকে ফিরে জানতে পারেন, তাঁর বিয়ে৷ বিয়ে কী জিনিস আমার মা তার কিছুই জানতেন না৷ দুই গ্রামের দুই ব্যক্তি বন্ধুত্ব করবেন, তাই তাঁরা তাঁদের নাবালক ছেলে-মেয়েকে বিয়ে দিয়ে আত্মীয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ আরো অনেক মেয়ের মতো আমার মা তখন তাঁর লেখাপড়া ছেড়ে শ্বশুরবাড়ি চলে যান৷ মায়ের বয়স যখন ১৩ বছর, তখন আমার জন্ম৷ আমার জন্মের পাঁচ বছর পর আমার ছোট বোন পৃথিবীতে আসে৷

জীবন থেকে শিক্ষা পেলাম

বাবা চাকরি করতেন৷ আমার বোনের জন্মের দু'বছর পর জানতে পারি, বাবা অন্যত্র বিয়ে করেছেন৷ এরপর মা-বাবার ছাড়াছাড়ি হয়ে গেলে আমরা নানির বাড়ি ফিরে আসি৷ শুরু হয় আমাদের দুর্বিষহ জীবন, অভাব-অনটন৷ মায়ের বিয়ের সময় আমার নানা যা যৌতুক হিসেবে আমার বাবাকে দিয়েছিলেন, তার কিছুই আমরা সঙ্গে আনিনি৷ আমাদের এমনও দিন গেছে যে, একই জামা-কাপড় জোড়া তালি দিয়ে দুই বছর পার করেছি৷ এমনকি গ্রামে থাকতে স্কুল থেকে আসার পর মামাদের ছাগল-ভেড়ার দেখাশোনাও করেছি আমরা৷

Cartoon Internationaler Frauentag
ছবি: Arifur Rahman

আমার মা প্রায়ই আফসোস করতেন আর বলতেন, ‘‘আমার যদি লেখাপড়া জানা থাকত, তাহলে অন্তত কোথাও চাকরি করে তোদের দুই ভাই-বোনের ভরণপোষণের খরচ জোগাড় করতে পারতাম৷ তোদেরকে মানুষের মতো মানুষ করতে পারতাম৷ আমার মতো কষ্টের জীবন আর কোনো মেয়ের যেন না হয়৷''

অসহায় আমি, আমার মা

তখন মায়ের মুখের দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারতাম না৷ আমার মা কখনও দ্বিতীয় বিয়ে করার কথা ভাবেননি৷ কেউ প্রস্তাব নিয়ে আসলে মা বলতেন, ‘‘বিয়ে করে কী হবে? আমার ছোট ছোট ছেলে-মেয়েকে কে দেখবে? কে তাদের মানুষ করবে?'' আমার মাকে নিয়ে আমি সব সময় গর্ব করি, তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মাদের একজন, তিনিই আমার আদর্শ

Cartoon Internationaler Frauentag
ছবি: Arifur Rahman

২০১০ সালে ডাক্তার জানালেন মায়ের দু'টি কিডনিই বিকল৷ কিডনি প্রতিস্থাপন করা দরকার৷ মাকে জানালাম, ভয় করো না মা, আমি আছি৷ আমার শরীরে দু'টো কিডনি আছে, এর থেকে একটা কিডনি আমি তোমাকে দেবো, তোমাকে ঠিক সুস্থ করে তুলবো৷ কিডনি প্রতিস্থাপনের জন্য যে পরিমাণ অর্থের দরকার ছিল, সেটা জোগাড় করতে পারিনি৷ ২০১২ সালে মায়ের শরীর অবনতির দিকে চলে যায় এবং সে বছরের ১০ এপ্রিল তিনি পৃথিবী ত্যাগ করেন৷

মায়েদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই

আমার মা, শৈশবে তাঁর শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন৷ শৈশবে তাঁর কাঁধে চাপিয়ে দেয়া হয়েছিল সংসারের বোঝা৷ বাংলাদেশের ৬৪ হাজার গ্রামে আমার মায়ের মতো হাজারো মাকে খুঁজে পাওয়া যাবে, যাঁরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, যাঁদের ইচ্ছাকে কেউ মূল্য দেয়নি৷ আমি চাই না বাল্যকালে আমার মায়ের মতো আর কাউকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে সংসারের বোঝা চাপিয়ে দেয়া হোক৷ আমি চাই, সবাই যাতে তাঁদের ন্যায্য অধিকার পান৷

Cartoon Internationaler Frauentag
ছবি: Arifur Rahman

আমার সবচেয়ে বড় শক্তি কার্টুন৷ কয়েকবছর আগে সেই কার্টুনের কারণে বাংলাদেশে জেল খাটতে হয়েছে৷ মামলা-মোকাদ্দমার ধকল কাটাতে একসময় বাধ্য হয়ে দেশত্যাগ করি৷ এখন যে দেশটিতে আছি, নরওয়ে, সেই দেশের মানুষ আমার কার্টুন ভালোবাসে৷ তাদের ভালোবাসার জায়গাটা আমি কাজে লাগাচ্ছি নারী অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে৷

চলতি বছরের আন্তর্জাতিক নারী দিবসকে ঘিরে তাই বিশ্বের একাধিক দেশে কার্টুন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করতে কাজ করেছি আমি৷ উদ্দেশ্য আমার মাসহ পৃথিবীর সকল মায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং সকল নারীর অধিকারের প্রতি সমর্থন জানানো৷ সেই সাথে বিশ্বের কাছে নারী অধিকারের এবং বিভিন্ন দেশের এবং সমাজের নারীর অবস্থানের বাস্তবচিত্র তুলে ধরেছি প্রতিযোগিতার মাধ্যমে৷

Bangladesch Cartoonist Arifur Rahman in Slowenien
আরিফুর রহমান, কার্টুনিস্টছবি: Arifur Rahman

কার্টুন প্রতিযোগিতায় আরব ও মধ্যপ্রাচ্যের কার্টুনে উঠে এসেছে শিশু বিবাহ, নারী নির্যাতন, পুরুষের বহুবিবাহ, নারী পুরুষের বৈষম্য এবং ধর্মীয় কুসংস্কারের মতো বিভিন্ন বিষয়৷ আর দক্ষিণ-পূর্ব এশিয়ার কার্টুনে উঠে এসেছে নারী পাচার ও পতিতাবৃত্তির বিষয়গুলি৷ দক্ষিণ এশিয়ার কার্টুনে উঠে এসেছে নারী-পুরুষের বৈষম্য৷ ইউরোপ বা অ্যামেরিকার কার্টুনে উঠে এসেছে সমাজে বিভিন্ন স্তরে নারী-পুরুষের বৈষম্য এবং নারী অধিকারের বিষয়গুলি কৌতুক বা বিদ্রুপ আকারে৷ এ সব কার্টুন এবং বিভিন্ন দেশে প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত থাকছে এখানে

আমি মনে করি, নারী-পুরুষ উভয়ই মানুষ৷ আর মানুষ হিসেবে সর্বক্ষেত্রে সবার সমান অধিকার থাকা উচিত, উচিত মানুষকে লিঙ্গের ভিত্তেতে মূল্যায়ন না করে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা৷ তবেই প্রগতি সম্ভব৷

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান