1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাশরাফিকে নিয়ে বিসিবিতে চাপান উতোর

১৮ জানুয়ারি ২০১১

বাংলাদেশের বিশ্বকাপ দলে মাশরাফি বিন মোর্তাজা থাকবেন কিনা সেটি নিয়ে এখন বেশ চাপান উতোর চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে৷ জানা গেছে, নির্বাচকদের জমা দেওয়া তালিকায় ইনজুরি আক্রান্ত মাশরাফিকে রাখা হয়নি৷

https://p.dw.com/p/zyxh
মাশরাফি মোর্তাজাছবি: AP

বাংলাদেশের পেস বোলিংয়ে মাশরাফি বিন মোর্তাজার বিকল্প তৈরি হয়ে গেছে, এমন দাবি এখনও কেউ করতে পারবে না৷ কিন্তু ইনজুরি যে মাশরাফির নিত্যসঙ্গী৷ তবে সেই ইনজুরিকেই আউট করে দিয়ে বারবার দলে ফেরার ইতিহাস তৈরি করে ফেলেছেন এই ডানহাতি পেসার৷ বিশ্বকাপের আগে সেটাই মাশরাফি ভক্তদের সবচেয়ে বড় আশার জায়গা৷ কিন্তু এই আশা দিয়ে তো আর জাতীয় দল চলে না৷ সেখানে ফিজিও এবং ট্রেনারদের মতামতটাই প্রধান৷ তাই খেলোয়াড়রা এমনিক কোচও যদি চান কাউকে দলে নিতে তারপরও তাঁদের তাকিয়ে থাকতে হয় সংশ্লিষ্ট খেলোয়াড়ের ফিটনেস রিপোর্টের দিকে৷ আর এখন পর্যন্ত মাশরাফির সেই রিপোর্টে তেমন আশাব্যঞ্জক কিছু দেখা যায়নি৷ যদিও জাতীয় দলের সঙ্গে নিয়মিতই প্রাকটিসে হাজির থাকছেন তিনি৷

Mohammad Ashraful
মোহাম্মদ আশরাফুলছবি: AP

যাই হোক নির্বাচকদের দেওয়া চূড়ান্ত ১৫ জনের তালিকা নিয়ে মতভেদ রয়েছে খোদ বিসিবির ভেতর৷ স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে, সে কারণেই আজ চূড়ান্ত ১৫ জনের নাম ঘোষণার কথা থাকলেও তা একদিন পিছিয়ে গেছে৷ সত্যি বলতে কি, বিশ্বকাপের আগ মুহুর্তে দলে কোনো ধরণের ঝুঁকি না নেওয়ার চিন্তা করছেন নির্বাচকরা৷ তবে বিশ্বকাপের মত আসরে মাশরাফির মত বোলারকে পেয়েও হারানোটা তারচেয়ে বড় ঝুকি হয়ে যায় কিনা সেটিও এখন ভেবে দেখা হচ্ছে৷ কিন্তু সবকিছুই আসলে নির্ভর করছে কত দ্রুত মাশরাফি নিজেকে ফিট হিসেবে প্রমাণ করেন তার ওপর৷ আগামী ৯ অথবা ১০ ফেব্রুয়ারি মাশরাফির ফিটনেস পরীক্ষা হবে বলে জাতীয় দলের ফিজিও জানিয়েছেন৷ তবে এরপরও নাকি মাঠে নামার জন্য তৈরি হতে আরও সময় লাগবে৷ তাই শংকাটা থেকেই যাচ্ছে৷

অন্যদিকে নির্বাচকদের তালিকায় নাকি দলে সুযোগ পেয়ে গেছেন শাহরিয়ার নাফিস৷ মোহাম্মদ আশরাফুলের পাশাপাশি তাঁকেও মিডল অর্ডারের শক্তি হিসেবে ধরা হচ্ছে৷ তবে অলক কাপালিকে নিয়ে অনেকের আশা থাকলেও আপাতত দেশের মাটিতে তার বিশ্বকাপ খেলা হচ্ছে না বলেই জানা গেছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য