1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মালাউনের বাচ্চা বলিনি’

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৫ নভেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু বসতি এবং মন্দিরে হামলার ঘটনায় সমালোচিত ওই এলাকার সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘এখন এলাকা ঠান্ডা, শান্তি বিরাজ করছে, কোনো ঝামেলা নাই৷’’

https://p.dw.com/p/2SCnu
নাসিরনগর ইস্যুতে মন্ত্রীর গাড়ি ঘেড়াও
ছবি: bdnews24.com

দ্বিতীয় দফায় বৃহস্পতিবার রাতে নাসিরনগরে পাঁচটি বাড়ি এবং একটি মন্দিরে আগুন দেয়ার ব্যাপারে ছায়েদুল বলেন, ‘‘লাকরির ঘর, খোলা গোয়াল ঘরে রাতে কে বা কারা আগুন দিয়েছে, বড়জোর চার-পাঁচ হাজার টাকার ক্ষতি হয়েছে৷'’

ডয়চে ভেলেকে গত রবিবারের হামলা সম্পর্কে তিনি বলেন, ‘‘আমি ঢাকায় ছিলাম৷ আর হামলার আগের দিন শনিবারই যে ছেলেটি ফেসবুকে ছবি দিয়েছে তাকে পুলিশে দিয়েছি৷ রবিবার হামলার খবর পেয়েই আমি ঢাকা থেকে টেলিফোন করে র‌্যাব, বিজবি পাঠিয়েছি৷ সকাল ১০ থেকে ১২টা'র ঘটনা-দুই ঘণ্টার মধ্যে সব শান্ত হয়ে গেছে৷ এখন সব ঠান্ডা৷ সমস্যা নাই৷''

ডয়চে ভেলের সঙ্গে ছায়েদুল হকের সাক্ষাৎকারের কিছু অংশ এখানে তুলে দেয়া হলো: 

ডয়চে ভেলে: হিন্দুদের নিরপত্তায় কী ব্যবস্থা নিয়েছেন?

ছায়েদুল হক: র‌্যাব পুলিশ আছে৷ আমি এখন নাসিরনগরে৷ হিন্দুদের সাথে কথা বলছি৷ তাদের খোঁজ খবর নিচ্ছি৷

আপনি তো হামলার দু'দিন পর মঙ্গলবার নাসিরনগর যান। সেদিনও সারাদিন ডাকবাংলোয় ছিলেন, আক্রান্ত এলাকায় ওইদিন গেলেন না কেনো, আক্রান্ত এলাকাতো ডাকবাংলো থেকে একদম কাছে?

আমি তো নাসিরনগরেই৷ ডাকবাংলোয় সারাদিন দরবার ছিলো৷ প্রশাসন, পুলিশ সবার সঙ্গে সেখানে কথা বলেছি৷ সারাদিন হিন্দুরা এসেছে৷ আমি পরদিন মন্দিরে গিয়েছি৷ কথা বলেছি৷

অভিযোগ আছে আপনি আপনার কাছে যাওয়া হিন্দুদের ‘‘মালাউন '' বলে গালাগাল করেছেন?

এই... এই কথা? কে বলেছে? তাকে প্রমাণ করতে বলেন৷ যে বলেছে তাকে হাজির করেন৷ আমি হিন্দুদের ‘‘মালাউন'' বলেছি কেউ প্রমাণ করতে পারবে? প্রমাণ করতে পারবে না৷ নাসিরনগরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদেও নেতারা এসেছিলো৷ আমি জানি তাদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত এক সাংবাদিককে একথা বলেছে৷ সে বলেছে আমি হিন্দুদের ‘‘মালাউন'' বলেছি৷ সে কি নিজে শুনেছে? তাকে প্রমাণ করতে বলেন৷ তাকে ফোন করে বলেন, প্রমাণ দিতে৷

Haque.mp3 - MP3-Stereo

আপনি সাংবাদিকদেরও গালাগাল করেছেন বলে অভিযোগ আছে...

কিসের সাংবাদিক৷ এটা সাংবাদিকতা? আমি কার কাছে বিচার দেবো? কয়েকজন আছেন তারাতো হিন্দু নেতা৷ তারা আবার সাংবাদিক!

বৃহস্পতিবার রাতেওতো আবার আগুন দিয়েছে৷ হামলা হয়েছে৷

র‌্যাব ছিলো, পুলিশ ছিলো, পাহারা ছিলো৷ তারপরও হামলা হয়েছে৷ এটাইতো চিন্তার বিষয়৷ আর হামলা না৷ অনেক রাতে কে বা কারা লাকরির ঘর, খোলা গোয়াল ঘরে আগুন দিয়েছে৷ এই চার-পাঁচ হাজার টাকার ক্ষতি হয়েছে৷ কোনো ঘর বা মন্দিরে আগুন দেয়নি৷

রবিবারের (৩০.১১.১৬) হামলার জন্য কারা দায়ী? আপনি বলেছেন হেফাজত বা মৌলবিরা আগুন দেয়নি৷ তাহলে কারা দিয়েছে?

এটা নিয়ে তদন্ত হচ্ছে৷ কয়েকজনকে পুলিশ ধরেছে৷ আমি কিছু তথ্য হেডকোয়োর্টারে পাঠিয়েছি৷ আমরা তাদের চিহ্নিত করতেই তদন্ত করছি৷ তদন্তে বেরিয়ে আসবে কারা জড়িত৷ আবার যে ছেলেটা ছবি দিয়েছে (ফেসবুক পোস্ট) সেই ছবিও হেডকোয়ার্টারে পাঠিয়েছি৷ তারা চেষ্টা করছে বের করতে আসলে ছবিটি কে দিয়েছে৷

আপনি তো নাসিরনগরের এমপি৷ একই সঙ্গে মন্ত্রীও৷ আপনার এলাকার হিন্দুদের রক্ষায় কী ব্যবস্থা নিয়েছেন?

এখন সব কিছু ঠিক ঠাক আছে৷ র‌্যাব, পুলিশ আছে তারা থাকবে৷

রানা দাশগুপ্ত যা বললেন...

মন্ত্রী সায়েদুল হক টেলিফোনে ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেয়ার সময় বারবার বলছিলেন রানা দাশগুপ্তকে আবার জিজ্ঞেস করতে, তাঁর চ্যালেঞ্জ জানাতে৷ রানা দাশগুপ্ত যে বলেছেন তিনি (সায়েদুল হক) হিন্দুদের ‘‘মালাউন'' বলেছেন তার প্রমাণ কী? তাই ডয়চে ভেলের পক্ষ থেকে রানা দাশগুপ্তের সঙ্গেও কথা বলা হয়৷ এখানে সেই কথোপকথনের কিছু অংশ তুলে ধরা হলো:

ডয়চে ভেলে: আপনি বলেছেন মন্ত্রী সায়েদুল হক হিন্দুদের ‘‘মালাউন'' বলেছেন, তার প্রমাণ কী জানতে চেয়েছেন মন্ত্রী?

রানা দাশগুপ্ত: তিনি সাংবাদিকদেরও গালাগাল করেছেন৷ হিন্দুদের আপত্তিকর কথা বলেছেন৷ আমরা যখন মঙ্গলবার নাসিরনগরে যাই আক্রান্ত হিন্দুরাই আমাদের কাছে অভিযোগ করেছেন৷ যে হিন্দুরা অভিযোগ করেছেন তারা মন্ত্রীর কাছের লোক৷

আপত্তিকর কথাটা আসলে কী?

সেটা হলো মন্ত্রী হিন্দুদের ‘‘মালাউনের বাচ্চা'' বলে গালাগাল করেছেন৷ তিনি বলেছেন, ‘‘মালাউনের বাচ্চা তোরা বেশি বাড়াবাড়ি করছিস৷''

Rana_update.mp3 - MP3-Stereo

এটা কি আপনারা সরকারের কাছে অভিযোগ হিসেবে পেশ করবেন?

অবশ্যই৷ শুধু আমরা কেনো, সংবাদমাধ্যমও আমাদের উদ্ধৃত না করেও নিজেদের দায়িত্বেই তাঁর এই আপত্তিকর কথার খবর ছেপেছে৷ আসল কথা হলো যে হিন্দুরা তাঁর আপন ছিলো তাদের তিনি গালাগাল করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন

তিনি আরও বলেন, ‘‘আমরা নাসিরনগরে হিন্দু-বৌদ্ধ-ক্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের অনুসন্ধান শেষ করেছি৷ রিপোর্ট প্রস্তুত হলে তা প্রকাশ করবো৷

স্থানীয় তিন আওয়ামী লীগ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার

নাসিরনগর উপজেলায় মন্দিরে হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের তিন নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে৷ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সংবাদ মাধ্যমকে জানান, তাদের বিরুদ্ধে গণমাধ্যমে নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার সঙ্গে সংশ্লিষ্টতার যে প্রাথমিক অভিযোগ প্রকাশিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে৷

বহিষ্কৃতরা হলেন, নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আবুল হাসেম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ ও চাপৈরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী৷ 

প্রসঙ্গত, রোববার এক হিন্দু যুবকের বিরুদ্ধে ফেসবুক পোস্টে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে হামলা চালিয়ে ব্রাহ্মণবাড়য়ার নাসিরনগরে হিন্দুদের শতাধিক বাড়ি, কমপক্ষে ১০টি মন্দির এবং প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা৷ এরপর বৃহস্পতিবার গভীর রাতে একই এলাকায় আবারো দুর্বৃত্তরা পাঁচটি বাড়ি এবং একটি মন্দিরে আগুন দেয়৷ পুড়িয়ে দেয় একটি প্রতিমা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য