1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিনগামী কার্গো বিমান থেকে বিস্ফোরক উদ্ধার

৩০ অক্টোবর ২০১০

যুক্তরাজ্য এবং দুবাইয়ে দুটি কার্গো বিমানে পাওয়া গেছে বিস্ফোরক দ্রব্য৷ এই বিস্ফোরকের গন্তব্য ছিল শিকাগোর একটি ইহুদি ধর্মস্থান৷ মার্কিন প্রেসিডেন্ট ওবামা এই ঘটনাকে ‘বিশ্বাসযোগ্য জঙ্গি হুমকি' হিসেবে আখ্যা দিয়েছেন৷

https://p.dw.com/p/PuKX
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (ফাইল ফটো)ছবি: AP

কার্গো বিমানে বিস্ফোরক

আল-কায়েদার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ইয়েমেন থেকে মার্কিন মুল্লুকে যাচ্ছিল দু'টি বিস্ফোরকভর্তি প্যাকেট৷ বাহক কার্গো বিমান৷ কিন্তু মাঝপথেই সনাক্ত হয় সেগুলো৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, আপাতদৃষ্টিতে প্রতীয়মান হচ্ছে দু'টি ডিভাইসে বিস্ফোরক দ্রব্য রয়েছে৷ তাই যেকোন হামলা থেকে মার্কিনিদের বাঁচাতে সর্বাত্মক উদ্যোগ নিতে নিরাপত্তা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ওবামা৷ তিনি বলেন, আরব উপদ্বীপের আল-কায়দা জঙ্গিরা হামলার পরিকল্পনা অব্যাহত রেখেছে৷ এবং আমরা তাদের মূল উৎপাটনে ইয়ামেনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি৷

অবশ্য, এই বিস্ফোরক দ্রব্য বোমা আকারে সক্রিয় হতে সক্ষম কিনা তা এখনো নিশ্চিত করেননি মার্কিন বিশেষজ্ঞরা৷ যুক্তরাজ্যের নিরাপত্তা কর্তৃপক্ষ বিস্ফোরকের খবর জানালেও বোমা হিসেবে এটির কার্যকারিতা নিয়ে দ্বিধায় রয়েছেন৷

যুক্তরাজ্য এবং দুবাইয়ে আটক বিস্ফোরক

শুক্রবার সকালে প্রথম বিস্ফোরকটির সন্ধান পাওয়া যায় যুক্তরাজ্যের ইস্ট মেরিল্যান্ডস বিমানবন্দরে৷ সেখানে যাত্রাবিরতি নেয়া ইউপিএস কার্গো বিমান থেকে উদ্ধার হয় প্রিন্টারের সন্দেহভাজন টোনার কার্টিজ৷ এটির মধ্যে রয়েছে উচ্চক্ষমতার বিস্ফোরকদ্রব্য৷

দুবাইয়ে দ্বিতীয় বিস্ফোরকটির সন্ধান মেলে ফেডেক্সের কার্গো বিমানে৷ ইতিমধ্যে এটিকে পরীক্ষার জন্য গবেষণাগারে নেয়া হয়েছে৷ বলাবাহুল্য, এই ঘটনার পর ফেডেক্স এবং ইউপিএস ইয়েমেন থেকে সকল কার্গো উড়াল বন্ধ রেখেছে৷ তবে, মার্কিন কর্তৃপক্ষ সেদেশের বিভিন্ন বিমানবন্দরে থাকা কার্গো বিমানের ওপর তল্লাশি শুরু করেছে৷ গোয়েন্দা রিপোর্ট বলছে, এধরণের আরো বিস্ফোরক ভর্তি প্যাকেট বিভিন্ন জায়গায় গিয়ে থাকতে পারে৷

শিকাগোয় নিরাপত্তা

মার্কিন অ্যান্টি-ডেফামেশন লিগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সকল ইহুদি ধর্মস্থানের ডাকঘরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে৷ তবে সামগ্রিকভাবে গোটা যুক্তরাষ্ট্রেই নিরাপত্তা বাড়ানো হয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য