1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন যুক্তরাষ্ট্রে ওবামার অগ্নি পরীক্ষা’র মধ্যবর্তী নির্বাচন শুরু হয়েছে

২ নভেম্বর ২০১০

আজ মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন শুরু হয়েছে৷ এ নির্বাচনের ফলাফলই নির্দিষ্ট করে দেবে আগামী দু’বছর মার্কিন কংগ্রেস মায় যুক্তরাষ্ট্র ডেমোক্র্যাট না রিপাবলিকান কোন শিবিরের কথায় চলবে৷

https://p.dw.com/p/Pw8y
ছবি: AP

সাম্প্রতিক জনমত জরিপের পাল্লা কিন্তু ঝুঁকেছে রিপাবলিক্যানদের দিকেই৷ বিশ্লেষকদের ধারণা, খর্বিত ক্ষমতার এক কঠিন সময়ের আবর্তেই পড়তে যাচ্ছেন প্রেসিডেন্ট ওবামা এবং ডেমোক্র্যাটরা৷

হাউস অব রেপ্রেজেন্টেটিভের ৪৩৫ টি আসন ছাড়াও সেনেটের ৩৭ টি আসনে আজ প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী রিপাবলিকান দলের প্রতিনিধিরা৷

হাউসের নিয়ন্ত্রণ নিতে এই মুহূর্তে রিপাবলিকানদের নিদেনপক্ষে আরো ৩৯ টি আসন প্রয়োজন আর সেনেট দখলে প্রয়োজন ১০ টি আসন৷ রিপাবলিকানরা আশা করছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বেকারত্ব বৃদ্ধি এবং মন্দার প্রভাবে ক্ষুব্ধ ভোটাররা এবারে তাদেরকে সমর্থন দেবেন৷বস্তুত সাম্প্রতিক জনমত জরিপে রিপাবলিকানদের চেয়ে জনপ্রিয়তায় পিছিয়ে পড়া ওবামা শিবির অর্থাৎ প্রেসিডেন্ট ওবামা'র ডেমোক্র্যাট শিবিরের জনপ্রিয়তার ভাটা প্রায় নেতৃত্বহীন রিপাবলিকান শিবিরের আশার দীপটিকে খানিক উস্কে দিয়েছে বলেই অনেকে ধারণা করছেন৷

Proetste gegen Gesundheitsreform in Washington
মাঠে ওবামার বিরোধীরাছবি: picture alliance/dpa

বাস্তবতা হচ্ছে - সেনেট অথবা হাউসের যেকোন একটিতে সংখ্যাগরিষ্ঠতা পেলেও আইন প্রণয়নের ক্ষেত্রে তা রিপাবলিকানদের নিয়ন্ত্রণকে সুদৃঢ় করবে৷ পাশাপাশি তা ওবামার ক্ষমতাকেও খর্ব করবে৷

যদি রিপাবলিকানরা হাউসে সংখ্যাগরিষ্ঠতা পান সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্পিকার ডেমোক্র্যাটিক দলের ন্যান্সি পেলোসি তাঁর পদটি হারাবেন৷ উল্লেখ্য, ন্যান্সি গত নির্বাচনে তৃতীয় সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছিলেন৷ যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, মধ্যবর্তী নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলগুলো বরাবরই হেরে এসেছে৷ অবশ্য একমাত্র জর্জ বুশের সময়ে ২০০২ সালে ক্ষমতাসীনরা পুনরায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল৷

পরিস্থিতি যা দাঁড়িয়েছে, এক কথায় বলতে গেলে এই মধ্যবর্তী নির্বাচনের শুরুর ক্ষণটিতে একদিকে যেমন ওবামা শিবিরে টানটান উত্তেজনা আর আশঙ্কা বিরাজ করছে অন্যদিকে রিপাবলিকান শিবিরে খানিক আশার আলো৷ এদিকে টি পার্টি নামের পৃথক একটি রাজনৈতিক পক্ষও ওবামা'র বিরোধী শিবিরের সঙ্গে যুক্ত হয়েছে৷

এদিকে অনেক নির্বাচন বিশ্লেষকই বলেছেন - এই মধ্যবর্তী নির্বাচন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য এক অগ্নিপরীক্ষাই বটে৷ কারণ, সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, ডেমোক্র্র্যাটরা রিপাবলিকানদের চাইতে বেশ খানিকটা পিছিয়েই রয়েছে৷ যদিও বর্তমানে হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সেনেটে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ডেমোক্র্র্যাটদের কিন্তু বিশ্লেষকদের ধারণা, এ'নির্বাচনে ডেমোক্র্র্যাটরা যেকোন একটি কক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে মনে করা হচ্ছে৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক