1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন বন্দুকধারী সিআইএ এজেন্ট, দাবি পাকিস্তানি গোয়েন্দাদের

২২ ফেব্রুয়ারি ২০১১

পাকিস্তানে আটক মার্কিন নাগরিক রেমন্ড ডেভিসের মুক্তির বিষয়টি দিনে দিনে জটিল হয়ে উঠছে৷ পাকিস্তানের গোয়েন্দা সংস্থার দাবি, ডেভিস একজন ছদ্মবেশী গোয়েন্দা, কাজ করেন সিআইএ’র জন্য৷

https://p.dw.com/p/10LWP
রেমন্ড ডেভিস (চেক শার্ট পরিহিত)ছবি: AP

পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, দুই পাকিস্তানি নাগরিককে হত্যার দায়ে আটক মার্কিনি একজন ছদ্মবেশী সিআইএ এজেন্ট৷ এই মন্তব্য মার্কিন বক্তব্যের সম্পূর্ণ বিরোধী৷ কেননা, মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, আটক রেমন্ড ডেভিস ইসলাবাদে মার্কিন দূতাবাসের একজন প্রশাসনিক এবং কারিগরি কর্মকর্তা৷ তাছাড়া কূটনীতিক রাহিত্যের আওতায় তাকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র৷

এদিকে, পাকিস্তানের অজনপ্রিয় সরকার মার্কিন চাপ থাকা সত্ত্বেও ডেভিসকে মুক্তি দিতে পারছে না৷ কেননা, বিরোধী পক্ষ এই নিয়ে যথেষ্ট সোচ্চার৷ এই মুহূর্তে যদি ডেভিসকে মুক্তি দেওয়া হয়, তাহলে পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের পতনের আশঙ্কা করছে রাজনৈতিক বিশ্লেষকরা৷

এরই মাঝে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দিল বিস্ফোরক তথ্য৷ বার্তাসংস্থা এএফপিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, এটা নিয়ে সন্দেহের কোন সুযোগ নেই যে ডেভিস সিআইএ'র জন্য কাজ করে৷ তিনি চুক্তিভিত্তিতে সিআইএ'র জন্য কাজ করছেন৷ তবে তিনি সিআইএ'র নিয়মিত সদস্য নন৷

একই প্রসঙ্গে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, সাধারণত কূটনীতিকরা গুলিভর্তি বন্দুক নিয়ে ঘুরে বেড়ায় না৷ তাছাড়া তারা তাঁর মতো প্রশিক্ষিতও নন৷ তিনি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে গুলি করেছিলেন৷

পাকিস্তান পুলিশের তথ্য অনুযায়ী, ২৭ জানুয়ারি গোলাগুলির ঘটনার দিনে ডেভিস এর গাড়ি থেকে একটি গ্লুক পিস্তল, পাঁচটি ম্যাগজিন, ৭৫টি বুলেট, একটি জিপিএস নেভিগেশন সিস্টেম এবং ১৯টি ক্রেডিট ও এটিএম কার্ডসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়৷

উল্লেখ্য, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে আফগানিস্তানের তালেবান এবং আল-কায়েদা জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ রয়েছে৷ এই অভিযোগে বেশ খানিকটা ক্ষুব্ধ গোয়েন্দা সংস্থাটি৷ ডেভিসের বিষয়ে আইএসআই-এর মন্তব্য যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরো তিক্ত করে তুলতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ