1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানসিক রোগাক্রান্ত অভিবাসীদের জন্য আন্তঃসাংস্কৃতিক চিকিৎসা কেন্দ্র

৩ মে ২০১১

মানসিক রোগীদের চিকিৎসা করা ডাক্তারদের পক্ষে সহজসাধ্য ব্যাপার নয়৷ মানসিক ভারসাম্যহীন অভিবাসীদের চিকিৎসা করাটা তো আরো দুরূহ৷ এজন্য জার্মানির বিভিন্ন হাসপাতালে বিশেষ শাখা খোলা হয়েছে৷

https://p.dw.com/p/117wr
অনেকেই সংকোচ বোধ করেন তাঁদের অবস্থা তুলে ধরতেছবি: fotolia/Kwest

ডিপ্রেশন, চরম হতাশা - এই ধরনের নানা রকম মানসিক সমস্যায় শরণাপন্ন হতে হয় মানসিক চিকিৎসকের৷ কিন্তু জার্মানিতে বসবাসকারী বিদেশি বা অভিবাসীদের পক্ষে মানসিক রোগের ডাক্তারের কাছে যাওয়াটাই একটা বড় সমস্যা৷ অনেকেই সংকোচ বোধ করেন তাঁদের অবস্থা তুলে ধরতে৷ কেউ কেউ এমনভাবে তাদের অসুখের বর্ণনা করেন, যা ডাক্তারদের পক্ষে বোঝা মুস্কিল৷

অভিবাসীরা মানসিক সমস্যার কথা ঠিকমত বোঝাতে পারেননা

ইরাক থেকে আসা এক মহিলা জার্মানিতে বসবাস করছেন ৩০ বছর ধরে৷ দেশে শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলেন তিনি৷ বহু বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন তিনি৷ তাঁর ভাষায়, ‘‘আমি ৫০ বছর ধরে প্রচণ্ড মাথা ব্যথায় ভুগছি৷ খুব বেশি, খুব বেশি৷ প্রতিদিন প্রতিদিন৷''

তাঁর অসুখটা তুলে ধরতে সঠিক শব্দ খুঁজে পাচ্ছিলেন না ইরাকি এই মহিলা৷ ডিপ্রেশন বা মাত্রাধিক বিষন্নতায় ভুগছেন প্রাক্তন এই শিক্ষিকা৷ তিনি আরো জানান, ‘‘আমার দেশ সম্পর্কে টিভিতে মন্দ কিছু দেখলে দুই তিন দিন ঘুম হয়না আমার৷ আমি শুধু অপেক্ষা করি৷ কিন্তু জানিনা কিসের জন্য৷ আমার মাথা ব্যথা করে৷ প্রচণ্ড মাইগ্রেন আমার৷''

যেভাবে তাঁর সমস্যা বর্ণনা করেন তিনি, তা থেকে জার্মান ডাক্তারদের পক্ষে রোগ শনাক্ত করা সহজ নয়৷ বন শহরের বড় এক ক্লিনিকের আন্তঃসাংস্কৃতিক বিভাগে সাহায্য পান তিনি৷ যারা জার্মানিতে বড় হয়ে ওঠেননি, তারা তাদের মানসিক অসুস্থতার কথা জার্মান রোগীদের তুলনায় ভিন্ন ভাবে ব্যাখ্যা করেন৷ জানান ডা. গেলাস হাবাশ৷ উত্তর ইরাক থেকে আসা এই চিকিৎসক বন শহরের সংশ্লিষ্ট প্রকল্পের সঙ্গে যুক্ত৷ আরব ও মুসলিমপ্রধান দেশগুলিতে মানসিক অসুস্থতা একটা নিষিদ্ধ বিষয় বা ট্যাবু৷

Symbolbild Stress Depression
ডিপ্রেশন বা মাত্রাধিক বিষন্নতায় ভুগছেন অনেকেছবি: fotolia/Olga Lyubkin

নানা রকম শারীরিক অসুবিধার কথা বলেন বিদেশিরা

ডা: হাবাশের ভাষায়, ‘‘তাঁরা যে ডিপ্রেশনে ভুগছেন, সেটাও বুঝে উঠতে পারেননা অভিবাসীরা৷ মানসিক অশান্তির কথা বলতে গিয়ে তাঁরা নানা শারীরিক অসুবিধার কথা বলেন৷ মাথাব্যথা, পেটব্যাথা বা পিঠব্যথায় ভোগার কথা জানান৷''

নয় বছর ধরে বন শহরের একটি ক্লিনিকে আন্তঃসাংস্কৃতিক চিকিৎসা বিভাগ কাজ করছে৷ এখানে অভিবাসীরা মানসিক অসুস্থতায় সাহায্য পেতে পারেন৷ এই ধরনের ব্যবস্থা ইতোমধ্যে অন্যান্য ক্লিনিকেও নেওয়া হয়েছে৷

মানসিক রোগ বিশেষজ্ঞ ডা: হাবাশ আরবি, কুর্দি ও রুশ ভাষায় কথা বলতে পারেন৷ অভিবাসীরা তাদের মানসিক অশান্তির কথা যেভাবে বর্ণনা করেন, তা বুঝতে পারেন তিনি৷ তিনি জানান,‘‘যেমন ইরান বা অন্য কোনো দেশ থেকে আসা মানসিক রোগী যদি বলেন, আমার কলজে টুকরো টুকরো হয়ে গেছে৷ তা হলে বুঝতে হবে কী বলতে চাইছেন তিনি৷ আসল অর্থটা বুঝতে না পারলে, মনে হবে যকৃৎ টুকরো হলে তো অপারেশন করতে হবে৷ কিন্তু রোগী অন্তর বিদীর্ণ হওয়া কিংবা দুঃখে ভারাক্রান্ত হওয়ার কথা বোঝাতে চাইছেন৷ তুর্কিরা যখন বলেন, ‘ঠাণ্ডা হয়ে যাওয়া মাথা', তখন বুঝতে হবে বোধশক্তি লোপ পেয়েছে৷''

অভিবাসীদের মানসিক সমস্যা কাটাতে বিশেষ উদ্যোগ

প্রতি তিন মাসে ১৫০০ রোগীর চিকিৎসা হয় বনের ক্লিনিকে৷ ইরাকের প্রাক্তন শিক্ষিকাকেও সাহায্য করতে পেরেছেন ডা: হাবাশ৷ তিনি অনেকটা সুস্থ বোধ করছেন এখন৷ তাঁর ভাষায়, ‘‘আমি প্রতি মাসে একবার আসি এখানে৷ সমস্যা হলেই ডা: হাবাশের সঙ্গে কথা বলি৷ মাঝে মাঝে ঘুমের ওষুধ খেতে হয়৷ টিভিতে ইরাকের কোনো দুর্ঘটনার খবর পেলেই ঘুম হয়না৷ ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়৷ আমি খেলাধুলা করতে চেষ্টা করি৷ বের হই হাঁটতে৷ বন্ধুত্ব গড়ে তুলতে চেষ্টা করি৷''

চিকিৎসা ছাড়াও অন্যান্য সমস্যাতেও বনের ক্লিনিকে সাহায্য পেতে পারেন বিদেশিরা৷ অভিবাসীরা জার্মানির জটিল চিকিৎসা ও সামাজিক ব্যবস্থায় খেই হারিয়ে ফেলেন৷ ক্লিনিকের একজন সমাজকর্মী বিভিন্ন দাপ্তরিক কাজকর্ম ও আবেদনপত্র পূরণে সাহায্য করে থাকেন তাঁদের ৷

প্রতিবেদন: রায়হানা বেগম

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক