1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদ্রাসা থেকে জঙ্গিদের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

২৪ মার্চ ২০০৯

ভোলার বোরহান উদ্দিন উপজেলার প্রত্যন্ত এলাকায় একটি জঙ্গি ঘাঁটির সন্ধান পেয়েছে র‌্যাব৷ সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে৷

https://p.dw.com/p/HItX
ছবি: DW

এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এতিম খানার এক শিক্ষক এবং এতিম খানায় কর্মরত ৩ শ্রমিককে আটক করা হয়েছে৷

ভোলার বোরহান উদ্দিন উপজেলার শাটরা ইউনিয়নের রাম কেশব এলাকায় বছর চারেক আগে নির্মাণ করা হয়েছিল গ্রিন ক্রিসেন্ট কমপ্লেক্স এতিমখানা৷ এর উদ্যোক্তা লন্ডনভিত্তিক একটি এনজিওতে কর্মরত ফয়সাল নামের এক ব্যক্তি৷

Large arms cache seized from Bhola madrasa
ভোলার একটি মাদ্রাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারছবি: DW

গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই কমপ্লেক্সে অভিযান চালায় র‌্যাব৷ এসময় এতিমখানার শিক্ষক মোহাম্মদ রাসেলের কক্ষ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক৷ এসবের মধ্যে রয়েছে ৪টি শটগান, ২টি রিভলবার, ২টি পিস্তল, এসএমজির ৯শ রাউন্ড গুলি, গ্রেণেড তৈরির ৩ হাজার স্পি­ন্টার, গানপাউডার, হরকাতুল জেহাদের ৪ সেট পোশাক৷

এলাকার লোকজন জানান, বিশাল এই কমপ্লেক্সে মাত্র ১১জন এতিম শিশুর থাকার ব্যবস্থা করা হয়েছে৷ ফলে দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর মনে এই এতিমখানার কর্মকান্ড নিয়ে সন্দেহ ছিল৷ এর মালিক ফয়সালকে আটক করা সম্ভব হয়নি৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারুক