1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদিবাকে শেষ শ্রদ্ধা

১২ ডিসেম্বর ২০১৩

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে চলছে ১০ দিনের শোক৷ তিন দিনের জন্য দেশের সাধারণ জনগণকে শেষবারের মতো দেখার সুযোগ করে দেয়া হয়েছে৷ শেষবার প্রিয় মাদিবাকে দেখতে তাই প্রিটোরিয়ায় নেমেছে মানুষের ঢল৷

https://p.dw.com/p/1AXn2
ছবি: Reuters

বুধবার থেকে তিন দিন সকাল-সন্ধ্যা ম্যান্ডেলার মরদেহ রাখা হচ্ছে প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংয়ে৷ এই ভবনেই ১৯৯৪ সালে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার জাতির জনক৷

বুধবার বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তারকা, রাজা, রানি শেষবার শ্রদ্ধা জানানোর পর সাধারণের জন্য খুলে দেয়া হয়েছিল ভবনের দরজা৷ সেসময় যারা মাদিবাকে শ্রদ্ধা জানিয়েছেন বৃহস্পতিবারও দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি তারা৷

শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে এদিন ভোর থেকেই ফুলের তোড়া হাতে লম্বা লাইনে দাঁড়িয়েছিল শত শত মানুষ৷ তাদেরই একজন আনিতা বোদিবা৷ তিনি এএফপিকে বললেন, ‘‘আমার হৃদয় ভেঙে গেছে, মাদিবা চলে যাওয়ার পর তাঁর কথাই ভাবছি৷ গত কয়েক রাত ঘুমাতে পারিনি আমি৷ তিনিই একমাত্র ব্যক্তি যিনি আমাদের একত্র করেছিলেন৷ মাদিবা যে আসলেই নেই এটা নিজেকে বিশ্বাস করাতেই দ্বিতীয় দিনের মতো আমি এখানে এসেছি৷'' ইউনিয়ন ভবনের অ্যাম্ফিথিয়েটারে তাঁর মরদেহ রাখা হয়েছে, যেটি খুব শিগগিরই তাঁর নামে নামকরণ করা হবে বলে জানা গেছে৷

মাদিবাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এত মানুষের ভিড়ে বন্ধ হয়ে গেছে প্রিটোরিয়ার আশপাশের রাস্তা-ঘাট৷ মানুষের চাপে বন্ধ রয়েছে যান চলাচল৷

শুক্রবারও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য এই ভবনেই রাখা হবে ম্যান্ডেলার মরদেহ৷ এরপর ১৪ ডিসেম্বর শনিবার প্রিটোরিয়া থেকে মরদেহ নেওয়া হবে ইস্টার্ন কেপ প্রদেশের কুনু গ্রামে৷ নিজের এই জন্মস্থানেই রোববার সমাহিত করা হবে দক্ষিণ আফ্রিকার জনগণের প্রিয় মাদিবাকে, চিরবিদায় নেবেন বর্ণবাদবিরোধী আন্দোলনের এই মহান নেতা৷

বর্ণবাদবিরোধী আন্দোলনের মহানায়ক ম্যান্ডেলা মৃত্যুবরণ করেন গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার৷ এরপর ১০ দিনের শোক-শ্রদ্ধা আর স্মরণ অনুষ্ঠানের ঘোষণা দেয় দক্ষিণ আফ্রিকার সরকার৷ এর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানটি হয় মঙ্গলবার৷

Nelson Mandela Abschied 12.12.2013
শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়ে বন্ধ হয়ে গেছে প্রিটোরিয়ার আশপাশের রাস্তা-ঘাটছবি: Reuters

এফএনবি স্টেডিয়ামের ঐ স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন ও জিমি কার্টার৷ বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ১০০ দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধানেরা ওই অনুষ্ঠানে যোগ দেন৷

ম্যান্ডেলার স্মরণসভায় ইশারা ভাষীর ‘প্রতারণা'!

১০ ডিসেম্বর নেলসন ম্যান্ডেলার স্মরণসভায় শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বক্তাদের বক্তব্য ইশারা ভাষায় জানিয়ে দিচ্ছিলেন শিল্পী থামাসানকা জান্তজি৷ কিন্তু সেখানে উপস্থিত শ্রবণ প্রতিবন্ধীরা অভিযোগ তুলেছেন তার ইশারা ভাষা সঠিক ছিল না৷ এমনিতেই অঙ্গভঙ্গি করছিলেন তিনি৷

বৃহস্পতিবার জোহানেসবার্গ ডেইলি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে জান্তজি জানিয়েছেন, সিজোফ্রেনিক অ্যাটাকের কারণে তিনি সেসময় খেই হারিয়ে ফেলেছিলেন৷ এ সমস্যার জন্য ওষুধ গ্রহণ করে থাকেন বলেও জানান তিনি৷ জানান, অনুষ্ঠানের সময় এমন কিছু শব্দ ও দৃশ্য তার চোখে ভাসছিল, যে কারণে মনোযোগ হারিয়ে ফেলেছিলেন৷ সেসময়কার পরিস্থিতিকে ভয়ংকর উল্লেখ করে বলেছেন, সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং যা ঘটেছে সেজন্য তিনি দুঃখিত৷

তবে দুঃখ প্রকাশ করেও পার পাচ্ছেন না জান্তজি৷ কেননা পুরো শ্রবণ প্রতিবন্ধী সম্প্রদায় তার উপর ক্ষেপেছে৷ কেপটাউনের ‘সাইন ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট' এর পরিচালক কারা লিনিং তাকে প্রতারক হিসেবে উল্লেখ করে বলেছেন, তার ইশারা ভাষা দেখে মনে হচ্ছিল মুখের সামনে থেকে তিনি কিছু মাছি তাড়াচ্ছিলেন৷ তিনি আরো বলেন, যদি তিনি জানতেন, তাঁর এ ধরনের অসুস্থতা আছে, তবে তার এ অনুষ্ঠানে অংশ নেয়া উচিত হয়নি৷

এর আগেও জানতজির বিরুদ্ধে অনেক অনুষ্ঠানে এ ধরনের আচরণের অভিযোগ থাকলেও ক্ষমতাসীন দল কোনো অভিযোগ আমলে নেয়নি বলে দাবি করেছে দক্ষিণ আফ্রিকার ট্রান্সলেটর ইনস্টিটিউট৷

এপিবি/জেডএইচ (এপি,এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য