1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদক বিরোধী যুদ্ধ

১৪ অক্টোবর ২০১২

মার্কিন যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী কর্মসূচির সমালোচনায় এবার মুখ খুললেন হলিউড তারকা ব্র্যাড পিট৷ আর তাঁর এই সমালোচনার পেছনে রয়েছে পরিচালক জুজিন জুরাকির পরিচালিত ছবি ‘দ্য হাউস আই লিভ ইন’৷

https://p.dw.com/p/16Pol
Angelina Jolie and Brad Pitt arrive at the 69th Annual Golden Globe Awards Sunday, Jan. 15, 2012, in Los Angeles. (AP Photo/Chris Pizzello)
ছবি: dapd

জুরাকির পরিচালিত এই ছবিটি ইতিমধ্যে বোদ্ধাদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে৷ গত জানুয়ারি মাসে সানড্যান্স ফিল্ম ফেস্টিভেলে এটি গ্র্যান্ড জুরির প্রাইজ পেয়েছে৷ অ্যামেরিকার মাদক জগতের অন্ধকার দিক আর মার্কিন কর্তৃপক্ষের মাদক বিরোধী নিষ্ফল অভিযানের কথা নিয়ে তৈরি হয়েছে এই তথ্যচিত্র৷ এতে বলা হয়েছে মার্কিন কর্তৃপক্ষ এখন পর্যন্ত এক ট্রিলিয়ন ডলারের বেশি খরচ করেছে মাদক চক্রের বিরুদ্ধে৷ ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত সাড়ে চার কোটি মানুষকে গ্রেফতার করা হয়েছে মাদক বিরোধী অভিযানে৷ তারপরও মাদকের ছোবলে জর্জরিত গোটা মার্কিন সমাজ৷

Police take position during a police operation against alleged drug traffickers at the Complexo do Alemao slum, in Rio de Janeiro, Brazil, Sunday, Nov. 28, 2010. Rio police backed by helicopters and armored vehicles started invading a shantytown complex long held by traffickers on Sunday, slowly moving their way through small alleys amid heavy gunfire. (AP Photo/Silvia Izquierdo)
মাদক বিরোধী অভিযানছবি: AP

‘দ্য হাউস আই লিভ ইন' ছবিটি দেখার পর নতুন করে উপলব্ধি করতে পেরেছেন হলিউড তারকা ব্র্যাড পিট৷ তাই মার্কিন কর্তৃপক্ষের মাদক নীতিকে ‘হেঁয়ালি' বলে কঠোর সমালোচনা করলেন তিনি৷ মার্কিন সরকারের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ'কে একটি ব্যর্থ কৌশল বলে মনে করেন পিট৷ তিনি বলেন, ‘‘এর কোন অর্থই হয় না৷ বরং এটা এই সমস্যাকে আরও চিরস্থায়ী করেছে৷ আমাদেরকে এই নীতি নিয়ে নতুন করে ভাবতে হবে এবং এটা শুরু করতে হবে এখনই'', বলেন ব্র্যাড পিট৷

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ গোটা বিশ্বের জনসংখ্যার মাত্র ৫ শতাংশ৷ অথচ এই দেশেই কারাগারে বন্দির সংখ্যা গোটা বিশ্বের ২৫ শতাংশ৷

আরআই/এএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য