1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাথা তুলে দাঁড়াতে শিখেছেন দুলাল সরকার

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৬ জুন ২০১৭

শারীরিক প্রতিবন্ধকতা ছাপিয়ে এতদিনে যেন নিজের মতো বাঁচতে শিখেছেন দুলাল৷ স্বাভাবিক উচ্চতার মানুষদের তুলনায় অনেক খর্বকায় তিনি৷ লোকে যাদের ‘বামন’ বলে, দেখে হাসাহাসি করে৷

https://p.dw.com/p/2fMrH

দুলাল এখনও ভোলেননি সেই নিষ্ঠুর সময় আর সমাজের কথা, যখন ছোটবেলার খেলার সাথীরা সবাই তাকে মাথায় ছাড়িয়ে বড় হয়ে গেল, আর তিনি রয়ে গেলেন ছোট!‌ লোকের উপহাস আর বিদ্রূপের লক্ষ্য হয়ে৷ এবং জীবনেরও কী নির্মম রসিকতা, এই চেহারাটাই একদিন এই বামনদের উপার্জনের একমাত্র পুঁজি হয়ে দাঁড়ায়৷ দুলালও চাকরি পেয়েছিলেন সার্কাসে৷ জোকারের চাকরি৷ লোক হাসাতেন৷ হঠাৎই একদিন সব কিছু বদলে দিল একটি সিনেমা৷ জাতীয় পুরস্কার পাওয়া পরিচালক কৌশিক গাঙ্গুলি দুলাল এবং তাঁর মতো আরও ছোট আকৃতির মানুষদের জীবন আর সুখ-দুঃখ নিয়ে বানালেন সিনেমা — ‘‌ছোটদের ছবি’‌৷ সেই ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেলেন দুলাল সরকার৷ খবরের কাগজের শিরোনাম হলো, বামন হয়ে সত্যিই চাঁদ ধরতে পারলেন দুলাল!‌