1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাকাশে সফল অভিযান চালালো অ্যান্টারেস

২৩ এপ্রিল ২০১৩

মার্কিন মহাকাশ সংস্থা নাসা অর্থাভাবের কারণে সরাসরি অনেক মহাকাশ কর্মসূচি চালাতে পারছে না৷ তাই বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ নিয়ে সেই সমস্যা মেটানোর চেষ্টা চলছে৷ সেই প্রচেষ্টায় সাফল্য অর্জন করলো অর্বিটাল সায়েন্সেস৷

https://p.dw.com/p/18KoI
ছবি: picture alliance / AP Photo

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রসদ পাঠানোর ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে নাসার অন্যতম সহযোগী অর্বিটাল সায়েন্সেস করপোরেশন৷ রবিবার তাদের তাদের ‘অ্যান্টারেস' নামের ১৩০ ফুট লম্বা একটি রকেট ‘সিগনাস' নামের ৩,৮০০ কিলোগ্রাম ওজনের একটি যানকে মহাকাশে পৌঁছে দিতে সক্ষম হয়েছে৷ উৎক্ষেপণের ১০ মিনিট পর ভূ-পৃষ্ঠ থেকে ২৫৭ কিলোমিটার উপরে ৪০ মিটার উঁচু পরীক্ষামূলক ক্যাপসুলটিকে সফলভাবে কক্ষপথে ছাড়া হয়৷ নাসার প্রশাসক চার্লস বোল্ডেন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের অভিনন্দন জানান৷

ঘটনাটির তাৎপর্য ব্যাখ্যা করে বোল্ডেন মহাকাশ অভিযানের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির সহযোগিতার এই নতুন অধ্যায় সম্পর্ক বলেন, কৌশলগত এই পরিকল্পনার সাফল্য প্রমাণিত হয়েছে৷ ফলে আন্তর্জাতিক স্পেস স্টেশনে অ্যামেরিকার সর্বাধুনিক মহাকাশযান যাত্রা শুরু করতে পারবে৷ তবে তার আগে মহড়া শেষ করতে হবে৷ সবকিছু ঠিকমতো চললে দুই সংস্থার মধ্যে ১৯০ কোটি ডলার মূল্যের চুক্তি অনুযায়ী ২০১৬ সালের শুরুতেই আইএসএস-এ পাড়ি দেবে ‘সিগনাস'৷ আগের প্রজন্মের স্পেস শাটল বা মহাকাশফেরির মতো বার বার ব্যবহার করা না গেলেও অর্বিটাল সায়েন্সেস সংস্থার দাবি, এক বছর পর্যন্ত কক্ষপথে থাকতে পারবে তাদের যান৷

তাদের প্রতিদ্বন্দ্বী ‘স্পেসএক্স'-এর ‘ড্র্যাগন' ক্যাপসুল অবশ্য শাটলের মতোই একাধিকবার ব্যবহারের পরিকল্পনা রয়েছে৷ ২০১২ সালে এক পরীক্ষামূলক অভিযানে প্রথম বেসরকারি সংস্থা হিসেবে আইএসএস-এর সঙ্গে সংযুক্ত হয়েছিল ‘ড্র্যাগন' ক্যাপসুল৷

এসবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য