1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানসার দমনে ভাইরাস

১১ আগস্ট ২০১২

ক্যানসার রোগটির নাম শুনলেই সবাই আঁতকে ওঠে৷ প্রতি তিন জনে একজন রোগী মারা যায় ক্যানসারে আক্রান্ত হয়ে৷ বিশেষ করে মস্তিষ্কের টিউমার হলে তো কথাই নেই৷ তাই এই রোগটি নিয়ে গবেষণারও অন্ত নেই৷

https://p.dw.com/p/15nxd
ছবি: Reuters

মস্তিষ্কের ক্যানসার হলে সাধারণত প্রচলিত পদ্ধতিতেই চিকিত্সা দেয়া হয়৷ যেমন অপারেশন, রেডিয়েশন, কেমোথেরাপি ইত্যাদির মাধ্যমে৷ এটা নির্ভর করে ব্রেইনের কোন জায়গায় টিউমারটি হয়েছে তার ওপর৷ বেশির ভাগ ক্ষেত্রেই রোগী মৃত্যুর হাত এড়াতে পারেন না৷

সম্প্রতি ব্রেইন টিউমারের ক্ষেত্রে নতুন এক পদ্ধতি চিকিত্সা জগতে আশার আলো জাগিয়েছে৷ আর তা হল এক ধরনের ভাইরাসের মাধ্যমে এই টিউমারকে দমন করা৷ ভাইরাসটির নাম পারভোভাইরাস৷ ক্যানসার গবেষক জঁ রোমলেয়ার এবং নিউরো শৈল্য চিকিত্সক কার্সটেন গেলেটনেকি বহু বছর ধরে এই ভাইরাসটি নিয়ে গবেষণা করছেন৷ এই ভাইরাস মানুষের জন্য বিপজ্জনক নয়৷ কিন্তু ক্যানসারের কোষকে ধ্বংস করতে পারে৷ গবেষণাগারে এই প্রমাণই পাওয়া গেছে৷

Symbolbild Gehrinwellen
মস্তিষ্কের ক্যানসার হলে সাধারণত প্রচলিত পদ্ধতিতেই চিকিত্সা দেয়া হয়ছবি: Fotolia/Andrea Danti

প্রাণী দেহে সাফল্য

গবেষকরা এখন জানতে আগ্রহী, পারভোভাইরাস কী ব্রেইন টিউমারের সঙ্গে লড়াইতে জিততে পারবে? এই পরীক্ষার জন্য তাঁরা মানুষের টিউমারের জিন কয়েকটি ইঁদুরে ঢুকিয়ে তারপর পারভোভাইরাসের ইনজেকশন দেন৷ প্রথমে মারাত্মক টিউমারটি দ্রুত বাড়তে থাকে৷ কিন্তু পরে বিরাট এক বিস্ময় দেখা দেয়৷

হাইডেলব্যার্গ ইউনিভার্সিটির নিউরো শৈল্য চিকিত্সক কার্সটেন গেলেটনেকি এই প্রসঙ্গে বলেন, ‘‘আমার সঙ্গে রেডিওলজিস্ট এক সহকর্মীও ছিলেন৷ তিনি প্রথমে বলেছিলেন এটা একটা যান্ত্রিক ভুল৷ সত্যি সত্যি এটা হতে পারে না৷ আমিও এই পরীক্ষার ব্যাপারে নিশ্চিত ছিলাম না, কেননা ফলাফলটা অভিভূত করার মতো ছিল৷ এরপর আমরা ঠিক করলাম আরো দু'দিন অপেক্ষা করে দেখা যাক৷ টিউমারটি আরো ছোট হতে লাগলো৷''

এই পরীক্ষায় ১২টির মধ্যে ৮টি ইঁদুরের টিউমার একেবারে চলে গিয়েছিল এবং পরেও আর দেখা দেয়নি৷

হাইডেলব্যার্গের ক্যানসার গবেষণা কেন্দ্রের গবেষক রোমলেয়ার বলেন, ‘‘আমরা স্বাভাবিকভাবেই অত্যন্ত উত্সাহিত হই৷ আমরা প্রাথমিক গবেষণার পর্যায়ে ছিলাম৷ হঠাৎ দেখতে পেলাম যে, প্রাণীর ক্ষেত্রে এই পদ্ধতি কাজে লাগছে৷ তারপর আমরা চিন্তাভাবনা করতে লাগলাম, প্রাণীর ক্ষেত্রে এই পদ্ধতি কাজে লাগলে মানুষের ওপরও এই ভাইরাসের প্রয়োগ নিয়ে গবেষণা করা যায়৷

মানব দেহেও সাফল্যের আভাস

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে পারভোভাইরাসকে কাজে লাগানোর উদ্যোগ নেয়া হচ্ছে এখন৷ গবেষকরা প্রাথমিক পর্যায়ে রোগীদের সহ্যশক্তি পরীক্ষা করে দেখেছেন৷ এখন পর্যন্ত সাফল্য দেখা গেছে৷ এই পরীক্ষায় কেবল সে সব রোগীই অংশ গ্রহণ করতে পারবেন, যারা পুনরায় মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়েছেন৷ রোগীরা দু'বার অল্প পরিমাণে পারভোভাইরাসের ডোজ পাবেন৷ চিকিত্সকরা সরাসরি টিউমারের কোষে ভাইরাস ঢুকিয়ে দেবেন৷ এরপর অবশ্য অপারেশন করতে হবে৷ সব মিলিয়ে ১৮ জন রোগীর চিকিত্সা করা হবে এই পদ্ধতিতে৷ অপারেশন কয়েক ঘণ্টা ধরে হবে৷ টিউমারটি একেবারে আপসারণ করা হলে গবেষকরা আবার পারভোভাইরাসের ইনজেকশন দেবেন৷

Gehirnzellen
ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে পারভোভাইরাসকে কাজে লাগানোর উদ্যোগ নেয়া হচ্ছে এখনছবি: AP

সব রোগী পারভোভাইরাস সহ্য করতে পারলে গবেষকরা প্রথম কয়েক জন রোগীকে এই ভাইরাসের ডোজ বাড়িয়ে চিকিত্সা করবেন৷ তাঁদের আশা, ইঁদুরের মস্তিষ্কের মতোই প্রথমে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পরে ক্যানসারের কোষ ধ্বংস হবে৷ মস্তিষ্কের টিউমার একেবারে দূর হবে এবং এই ধরনের ক্যানসারের হাত থেকে মানুষ মুক্ত হতে পারবে৷

এই দুই বিজ্ঞানী চার বছরের মধ্যে বলতে পারবেন, এই চিকিত্সা পদ্ধতি মানুষের ক্যানসার দমনেও কাজে লাগবে কিনা৷ তবে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে ভাইরাস যে একটা ভূমিকা নিতে পারবে এ ব্যাপারে আশাবাদী তাঁরা৷

গবেষকদের স্বপ্ন পূরণ

গবেষকর গেলেটনেকি জানান, ‘‘আমি ব্যক্তিগতভাবে আশা করি যে, পারভোভাইরাস ক্যানসার চিকিত্সায় একটা স্থান পাবে৷ অবশ্য আমি মনে করি কোনো ভাইরাসই এককভাবে এই সমস্যার সমাধান করতে পারবে না৷ কিন্তু ক্যানসারের চিকিত্সায় ভাইরাসকে কাজে লাগানোর ব্যাপারে চিন্তাভাবনা করার একটা সুযোগ এবার এসেছে আমাদের৷''

জঁ রোমলেয়ার বলেন, ‘‘পারভোভাইরাসই একমাত্র ভাইরাস নয়, যাকে টিউমারের বিরুদ্ধে প্রয়োগ করা যায়৷ প্রায় ১০ ধরনের ভাইরাস পরীক্ষা করে এক্ষেত্রে সাফল্য লক্ষ্য করা গেছে৷ আমি মনে করি, এটা এমন এক ক্ষেত্র, যার বিকাশ সম্ভব৷ ভবিষ্যতে ক্যানসার প্রতিরোধী চিকিত্সায় একটি জায়গা করে নিতে পারবে এটি৷''

গবেষকরা আশা করেন, তাদের বড় ইচ্ছাটা এবার পূরণ হবে৷ কার্সটেন গেলেটনেকির ভাষায়, ‘‘কোনো রোগীর মুখে হাসি ফোটানো, এমন একটা বিষয়, যা নিয়ে আমরা স্বপ্ন দেখি৷''

প্রতিবেদন: মারিয়া লেসার / আরবি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য