1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিক রফতানি হ্রাস

৬ আগস্ট ২০১০

কবিগুরুর ৬৯তম মৃত্যুবার্ষিকী, প্রণব মুখার্জির সফর, জাতীয় সঙ্গীতের বাণিজ্যিক ব্যবহার অবৈধ, জাল টাকা তৈরির সঙ্গে জড়িতদের আটক, দু’সন্তানসহ মায়ের আত্মহননের চেষ্টা - এসব খবরই অধিকাংশ জায়গা দখল করেছে আজকের পত্র-পত্রিকার৷

https://p.dw.com/p/OdJ2
সৌদি আরব, মধ্যপ্রাচ্য, বাংলাদেশ, শ্রমিক, রফতানি, Construction, workers, labour, Middle East, labor, camp, Dubai, UAE, south Asian,
ফাইল ছবিছবি: AP

রয়েছে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিক রফতানি হ্রাসের খবর৷ শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিক রফতানি কমেছে৷ তবে মধ্যপ্রাচ্যে কমলেও ইউরোপসহ অন্যান্য দেশে জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে৷ বৃহস্পতিবার এফবিসিসিআই আয়োজিত ‘জনশক্তি রফতানির সম্ভাবনা ও নতুন শ্রমবাজার সন্ধান' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন৷ দৈনিক প্রথম আলো, আমার দেশসহ বেশ কয়েকটি পত্রিকায় বেশ গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে মন্ত্রীর বক্তব্য৷ খবরে বলা হয়, মন্ত্রী বলেন, ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৭টি টিম গঠন করা হয়েছে৷ এসব টিম বিশ্বের বিভিন্ন দেশে নতুন শ্রমবাজার খুঁজে বের করাসহ কর্মপরিকল্পনা প্রণয়ন করবে৷ তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি রফতানির লক্ষ্যে আগামী দু'বছরের মধ্যে প্রতিটি জেলায় ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে৷ ৫টি মেরিন একাডেমি করা হবে৷

জাল নোট তৈরির সঙ্গে জড়িত তিন ব্যক্তি গ্রেপ্তার

জাল নোট তৈরির সঙ্গে জড়িত থাকার অপরাধে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব৷ দৈনিক কালের কণ্ঠ, ডেইলি স্টার, সমকাল, ইত্তেফাক, আমার দেশ, নিউ এইজসহ অধিকাংশ পত্রিকার ইন্টারনেট সংস্করণে স্থান পেয়েছে খবরটি৷ এছাড়া বাংলাদেশে জাল টাকার রমরমা ব্যবসা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক জনকণ্ঠ৷ খবরে বলা হয়েছে, রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি আবাসিক হোটেলে জাল টাকা তৈরির সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এক হাজার টাকা মূল্যের নোটসহ প্রায় ৭০ লাখ টাকার দেশি-বিদেশি জাল মুদ্রা, জাল নোট তৈরির সরঞ্জাম ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে৷ আটককৃতরা হলেন ক্যামেরুনের নাগরিক ইসোমো হাসান, ফিলিপাইনের এক নাগরিক লিজা হার্নান্দেজ ও তাদের বাংলাদেশি সহযোগী কামরুজ্জামান৷ গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব কর্মকর্তারা বলেন, দুই মাস ধরে জাল টাকা তৈরির কারখানা হিসেবে হোটেলটি ব্যবহার করা হচ্ছিল৷ বাংলাদেশি সহযোগীদের মাধ্যমে আট বিদেশি নাগরিক এর সঙ্গে জড়িত৷

কোরবানি নিয়ে দায়ের করা রিট আবেদন খারিজ

কোরবানি নিয়ে দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট৷ দৈনিক সমকাল, ডেইলি স্টার, আমারদেশ, কালের কণ্ঠসহ প্রায় সব পত্রিকায় জায়গা করে নিয়েছে দেবনারায়ণের রিট খারিজ হওয়ার বিষয়টি৷ গণমাধ্যমের খবরে প্রকাশ, একইসঙ্গে আবেদনটি অর্থহীন ও উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে আবেদনকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়৷ আদালত বলেছেন, ভবিষ্যতে যেন কেউ এমন রিট করে শান্তিপ্রিয় জনগণের মধ্যে বিতর্ক সৃষ্টি করতে না পারে সেজন্য এ জরিমানা ধরা হলো৷ বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহহাব মিঞা ও কাজী রেজা-উল হকের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে বৃহস্পতিবার এ আদেশ দিয়ে রিট আবেদনটি খারিজ করেন৷ বিশ্ব শান্তি পরিষদের সভাপতি দেবনারায়ণ মহেশ্বর নিজেকে নবমুসলিম দাবি করে গত ২৬ জুলাই হাইকোর্টে জনস্বার্থে এ রিট করেছিলেন৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম