1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কূটনৈতিক তৎপরতা

২০ নভেম্বর ২০১২

গাজা-ইসরায়েল সংকট নিরসনে শুরু হয়েছে জোর কূটনৈতিক তৎপরতা৷ জাতিসংঘের মহাসচিব বান কি-মুন থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী এই প্রচেষ্টায় যোগ দিয়েছেন৷

https://p.dw.com/p/16m9f
ছবি: Reuters

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন আলোচনার জন্য এখন কায়রোয় রয়েছেন৷ তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন৷ কায়রোয় তিনি প্রথমে আরব লিগের প্রধান নাবিল আল আরাবির সঙ্গে আলোচনা করেন৷ এরপর মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে কথা বলবেন বান কি-মুন৷ মিশর থেকে জাতিসংঘের মহাসচিব যাবেন ইসরায়েলে৷ সেখানে তিনি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় মিলিত হবেন৷

UN Vollversammlung Ban Ki-moon
জাতিসংঘের মহাসচিব বান কি-মুনছবি: Getty Images

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার রাতে টেলিফোনে কথা বলেছেন মিশরের প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে৷ এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর সিদ্ধান্ত নেন৷ ফলে আজ মঙ্গলবার কম্বোডিয়ায় পূর্ব এশিয়া সম্মেলন শেষে ক্লিন্টন মধ্যপ্রাচ্যের উদ্দেশ্য রওয়ানা হবেন৷

ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ক্লিন্টন তাদের অঞ্চল সফর করবেন৷ মিশরের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আরব লিগের নয় সদস্যের এক প্রতিনিধি দল মঙ্গলবার দিনের শেষে গাজায় যাবেন৷ এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা কূটনৈতিক তৎপরতার সফলতার জন্য আপাতত গাজায় ভূমি থেকে হামলার হুমকি থেকে দূরে সরে আসছে৷

তবে সোমবার সারা রাত ধরে গাজার প্রায় ১০০টি স্থাপনায় আকাশ থেকে হামলা চালিয়েছে ইসরায়েল৷ এর মধ্যে অস্ত্রাগার আর ন্যাশনাল ইসলামিক ব্যাংকের গাজা সদর দপ্তর রয়েছে৷ একই সময়ে গাজা থেকে ইসরায়েলের দিকে ১৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হামাস৷

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে৷ যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক৷ এর মধ্যে ২৭ জন শিশুও রয়েছে৷ আর হামাসের রকেট হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা তিন৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য