1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মঙ্গল গ্রহে অতীতে নাকি পানি ছিলো

হাফসা হোসাইন৩০ সেপ্টেম্বর ২০০৮

মঙ্গলের বুকে দু ধরনের খনিজের খোঁজ পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষক রোবট ফিনিক্স৷ খনিজ দুটো হলো, কার্বন কার্বনেট ও শিট সিলিকেট৷ এই প্রথমবারের মতো গ্রহটিতে তুষারপাতের ঘটনা চিহ্নিত করতে পেরেছে রোবটটি৷

https://p.dw.com/p/FRt7
মঙ্গলের বুকে ফিনিক্সছবি: picture-alliance/ dpa

নাসার বিজ্ঞানীরা সোমবার জানিয়েছেন, খনিজ পদার্থগুলোই প্রমাণ করে মঙ্গল গ্রহে অতীতে পানি ছিলো৷ কারণ, সাধারণত তরল পানি ছাড়া এসব পদার্থ গঠন সম্ভব নয়৷

BdT Mars neue Bilder von Mars Nordpol
দু ধরনের খনিজের খোঁজ পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষক রোবট ফিনিক্সছবি: AP/NASA

বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, ফিনিক্সের লেজার রশ্মি সম্প্রতি মঙ্গলের ভূমিস্তর থেকে দুই মাইল উপরে মেঘ থেকে তুষারপাতের দৃশ্য চিহ্নিত করেছে৷ তবে তা ভূমিতে পৌঁছার আগেই অদৃশ্য হয়ে যায়৷

পৃথিবীর সঙ্গে সবচেয়ে বেশি সাদৃ্শ্যপূর্ণ লাল ওই গ্রহটিতে প্রাণের অস্তিত্বের খোঁজে গত মে মাসে রোবট যান ফিনিক্সকে পাঠায় নাসা৷ মঙ্গলের উত্তর মেরুর সমতল অংশে অবতরণ করে সেখানকার ভূমি পরীক্ষা-নিরীক্ষা করছে ফিনিক্স৷ রোবটটির কমাসের গবেষণায় মঙ্গলের বুকে বরফের অস্তিত্বের প্রমাণ মিলেছে৷ এছাড়া গ্রহের মাটিতে ক্ষারীয় উপাদানেরও খোঁজ পাওয়া গেছে৷

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের প্রধান বিজ্ঞানী পিটার স্মিথ বলেছেন, এসব বিষয় থেকে অনুমান করা যায় প্রাণীর বসবাসযোগ্য স্থান মঙ্গল গ্রহ৷ তবে তিনি বলেছেন, গবেষণা এখনও শেষ হয়নি তাই গ্রহটিতে আরো বিস্ময়কর অনেক কিছুই পাওয়া যাবে৷

ফিনিক্সের ৩ মাসের অভিযান এ বছরের শেষ নাগাদ বাড়িয়েছে নাসা৷ তবে আসছে গ্রীষ্মে শুষ্ক ও বিবর্ণ পরিবেশ এবং ফিনিক্সের সোলার প্যানেলে কম সূর্য রশ্মি পৌঁছানোর কারণে রোবটটি এতদিন টিকে থাকবে কি-না তাই এখন দেখার বিষয়৷ তাছাড়া নভেম্বরে পৃথিবী ও মঙ্গলের মাঝামাঝিতে সূর্য অবস্থান করলে পৃথিবীর সঙ্গে ফিনিক্সের যোগাযোগও বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য