1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেমিকা হত্যার ছবি

২ জুন ২০১৩

ভালোবাসা দিবসে কোথায় প্রেমিকাকে নিয়ে উদযাপন করবেন, তা নয় অস্কার পিস্টোরিয়াস ভালোবাসার মানুষটিকে হত্যা করলেন সেদিনই৷ অভিযোগ অন্তত সেরকমই৷ এবার সেই ঘটনার ছবিও প্রকাশিত হলো৷

https://p.dw.com/p/18iFp
Oscar Pistorius (R) and his girlfriend Reeva Steenkamp pose for a picture in Johannesburg, February 7, 2013. South African "Blade Runner" Oscar Pistorius, a double amputee who became one of the biggest names in world athletics, was charged on February 14, with shooting dead his girlfriend at his home in Pretoria. Picture taken February 7, 2013. REUTERS/Thembani Makhubele (SOUTH AFRICA - Tags: CRIME LAW SPORT ATHLETICS)
Südafrika Sport Oscar Pistorius mit Freundlin Reeva Steenkampছবি: Reuters

শুক্রবার ফেব্রুয়ারির সেই ঘটনার ছবি প্রকাশ করেছে স্কাই নিউজ৷ ব্রিটেনের এই টেলিভিশন চ্যানেল ছবির উৎস সম্পর্কে কিছু জানায়নি৷ তবে দু'পা কাটা নিয়েও প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকে অংশ নেয়া পিস্টোরিয়াস দক্ষিণ আফ্রিকার আদালতকে যেমনটি বলেছিলেন তার কিছু সত্যতার প্রমান দিচ্ছে কিছু ছবি৷ রাজধানী প্রিটোরিয়ার অদূরের বিলাসবহুল ফ্ল্যাটের ঘটনা সম্পর্কে পিস্টোরিয়াস বলেছিলেন, সেদিন কোনো অজ্ঞাত ব্যক্তি ঘরে প্রবেশ করেছে ভেবে গুলি করেছিলেন তিনি৷ গুলি করা হয়েছিল বাইরে থেকে৷ স্কাই নিউজের ছবিতে দেখা গেছে টয়লেটের দরজার হাতলের ঠিক নীচেই দুটো ফুটো৷ তাই গুলি বাইরে থেকে করা হয়েছে এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না৷

epa03585062 South African paralympic and Olympic sprinter, Oscar Pistorius (C) weeps as he appears in the Pretoria magistrates court after spending the night in police custody in Pretoria, South Africa 15 February 2013. Pistorius has been officially charged with murder. He was arrested 14 February 2013 for allegedly shooting and killing his girlfriend Reeva Steenkamp at his home in the Silverwoods security estate in Pretoria, South Africa. EPA/Antoine de Ras SOUTH AFRICA OUT
অস্কার পিস্টোরিয়াসছবি: picture-alliance/dpa

তবে ছবি যা-ই বলুক, পুলিশ এবং গোয়েন্দাদের ভুলের জন্যই ক্রীড়াঙ্গণে ভীষণ আলোড়ন তোলা এ ঘটনার তদন্ত খুব জটিল হয়েছে৷ মামলার রায়ে এসব ভুলের প্রভাব পড়তেই পারে৷ এক তদন্ত কর্মকর্তা পিস্টোরিয়াসের জামিন শুনানির সময় পুলিশের বড় ধরনের কিছু ভুলের কথা স্বীকার করেছেন৷ পুলিশ দাবি করেছিল, ঘটনার রাতে প্রতিবেশিরা নাকি পিস্টোরিয়াসের ফ্ল্যাটে গুলির শব্দ এবং গুলির আগে ঝগড়াঝাটি, তারপর এক নারীর আর্তনাদ শুনেছেন৷ আসলে পুরোটাই ভুল৷ প্রতিবেশীরা নাকি এমন কিছু শুনেছেন বলে দাবি করেননি৷ এছাড়া ঘটনাস্থল পরিদর্শনের সময় পুলিশ আলামত যাতে নষ্ট না হয় সে উদ্দেশ্যে জুতোর ওপর যে আবরণ পরা হয় সেটা পরেনি৷ এখানেই শেষ নয়৷ ঘটনাস্থলে একটা বুলেট ছিল৷ সেটা পুলিশের নজরেই পড়েনি! ফরেনসিক বিভাগের লোকজন পরে সেটা উদ্ধার করে৷

দক্ষিণ আফ্রিকার অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াসের দাবি, তিনি গুলি করেছেন, তবে সেটা করেছেন অন্ধকারে এবং না বুঝে৷ রিভা স্টিনক্যাম্পের সঙ্গে তাঁর প্রেম বেশি দিনের নয়৷ কয়েক মাস পিস্টোরিয়াসের সঙ্গে সুন্দর সময় কাটানোর পরই দুঃখজনক মৃত্যু বরণ করতে হয় মডেল স্টিনক্যাম্পকে

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য