‘ভারতের শিশুদের রক্ষা করতে প্রয়োজন সচেতনতা' | পাঠক ভাবনা | DW | 06.11.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ভারতের শিশুদের রক্ষা করতে প্রয়োজন সচেতনতা'

পাঠকবন্ধু সুভাষ চক্রবর্তী লিখেছেন, ‘ভারতে বছরে প্রায় ১৩ লাখ শিশু হারিয়ে যায়' শীর্ষক প্রতিবেদনটি পড়ে তিনি ঐ সন্তানদের মা-বাবার জীবনের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন সম্পর্কে জানতে পেরেছেন৷

তাঁর মতে, ‘‘এর জন্য দায়ী অবশ্যই দেশের আর্থ-সামাজিক কাঠামো, লিঙ্গ-বৈষম্য এবং প্রশাসনের চরম উদাসীনতা৷ ভারতের শিশুদের রক্ষা করার লক্ষ্যে কর্মরত অরাজনৈতিক, অলাভজনক বেসরকারি সংগঠন ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং চিলড্রেন' এর উদ্যোগ এই সমস্যা সমাধানে যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা৷ প্রতিবেদনটির জন্য অনেক ধন্যবাদ৷''

ইউরোপের ব্যাংকিং ব্যবস্থা মজবুত করতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের রাজনৈতিক ঐক্যের ডাক বিষয়ক প্রতিবেদনটিও তাঁর ভালো লেগেছে বলে জানিয়েছেন সুভাষ চক্রবর্তী৷

ছবিঘর সম্পর্কে ভারতের নতুন দিল্লির এই পাঠকের মন্তব্য, ‘‘বিশ্বের ১১টি দেশের ‘রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবন' এবং মানুষের ‘মস্তিষ্কের জন্য উপকারী ৭টি খাবার' নিয়ে ছবিঘর ও ‘যানবাহনে আলাদা আসনের পক্ষে বেশির ভাগ নারী' বিষয়ক প্রতিবেদন ভালো লাগলো৷''

-পাঠক সুভাষ চক্রবর্তীকে অনেক ধন্যবাদ নিয়মিত মতামত জানানোর জন্য৷ অন্য বন্ধুদের কাছ থেকেও এভাবেই সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি৷ সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন