1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে হলিউড ছবির শুটিং বেড়ে চলেছে

২ নভেম্বর ২০১০

বলিউড একদিকে বিশ্বযাত্রায় বেড়িয়ে পড়েছে বটে, কিন্তু এবার হলিউডের নজর পড়ছে ভারতের দিকে৷ হঠাৎ ভারতে হলিউড ছবির শুটিং-এর হিড়িক পড়েছে৷

https://p.dw.com/p/PwLP

খোদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী শুধু চলতি বছরেই ভারতে ১১টি হলিউড ছবির শুটিং-এর ছাড়পত্র দেওয়া হয়েছে৷ আরও ৯টি ছবির অনুমোদনের প্রক্রিয়া চলছে৷ ২০০৯ সালে মোট ২৪টি ছবির শুটিং হয়েছিল ভারতে৷ গত তিন-চার বছরে একশোরও বেশি হলিউড পরিচালক ভারতে শুটিং করে গেছেন৷

হঠাৎ ভারতের দিকেই নজর পড়ছে কেন? তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডিপি রেড্ডির মতে, প্রথমত ভারতে ছবির শুটিং-এর জন্য উপযুক্ত লোকেশন বা জায়গার অভাব নেই৷ তাছাড়া ভারতে চলচ্চিত্র শিল্পে প্রকৌশলিদের সংখ্যা যথেষ্ট৷ ফলে তাদের কাজে লাগানো অনেক সহজ৷ সব মিলিয়ে পরিষেবার মান ও ব্যয়ভার হলিউড প্রযোজকদের জন্য বেশ আকর্ষণীয়৷ চলচ্চিত্র বোদ্ধারা অবশ্য অন্য কিছু কারণের কথাও বলছেন৷ যেমন বাজার হিসেবে ভারতের আকর্ষণ বেড়ে চলায় হলিউড সেদেশেই শুটিং করতে চাইছে৷ ইদানিং আবার আঞ্চলিক ভাষায় ডাবিং'এর প্রবণতা বাড়ায় এই বাজারের ব্যাপ্তি বাড়ছে৷ তবে প্রায় সকলেই নিশ্চিত, যে এত উদ্যোগ সত্ত্বেও দেশের বাজারে বলিউডকে কোনোভাবেই কোণঠাসা করার ক্ষমতা রাখে না হলিউড৷

ভারতে বিদেশি ছবির শুটিং অবশ্য নতুন কোন ঘটনা নয়৷ গত শতাব্দীর বিশের দশকে জার্মান পরিচালক ফ্রানৎস অস্টেন ভারতে এসে বেশ কিছু সাদা-কালো নির্বাক চলচ্চিত্র তৈরি করেছিলেন৷ ভারতের পটভূমিকায় বিখ্যাত আন্তর্জাতিক ছবিগুলির মধ্যে রয়েছে রিচার্ড অ্যাটেনবরো'র ‘গান্ধী', জেমস বন্ডের ছবি ‘অক্টোপুসি' এবং হালের ছবি ‘ইট, প্রে, লাভ'৷ তবে ‘স্লামগগ মিলিয়োনেয়ার'কে ঘিরে আন্তর্জাতিক স্তরে যে আগ্রহের সৃষ্টি হয়েছে, তা এককথায় অভূতপূর্ব৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক