1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে ইংল্যান্ডের টেস্ট সিরিজ এখনো অনিশ্চয়তার মুখে

সঞ্জীব বর্মন৩ ডিসেম্বর ২০০৮

মুম্বইয়ে সন্ত্রাসী হামলার জের ধরে ভারত ও ইংল্যান্ডের দুটি টেস্ট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে কি না, তা স্পষ্ট নয়৷ বুধবার ইংল্যান্ডের এক নিরাপত্তা বিশেষজ্ঞ ভারতে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার কাজ শুরু করেছেন৷

https://p.dw.com/p/G8jG
ছবি: AP

ইংল্যান্ড ও ওয়েল্স ক্রিকেট বোর্ডের নিরাপত্তা ম্যানেজার রেগ ডিকাসন চেন্নাই শহরের পুলিশ ও ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন৷ আগামী ১১ থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত সেখানে প্রথম টেস্ট ম্যাচ আয়োজনের প্রস্তাব রাখা হয়েছে৷ ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি এন শ্রীনিভাসন বলেছেন, এই প্রস্তাবে তাঁদের কোনো আপত্তি নেই৷ শহরের পুলিশ কমিশনরও ইংল্যান্ডের ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন৷

এই সিরিজ অনুষ্ঠিত হলেও ইংল্যান্ড দলের ৫ থেকে ৬ জন ক্রিকেটার ভারতে আসবেন না বলে মন্তব্য করেছেন দলের প্রাক্তন বোলার ডমিনিক কর্ক৷ কারণ টেলিভিশনের পর্দায় মুম্বইয়ের ঘটনা বিশদভাবে দেখে তাঁরা নাকি মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছেন৷ এখন আবার শোনা যাচ্ছে, যে টেস্ট সিরিজ শেষ পর্যন্ত অনুষ্ঠিত হলেও শুক্রবার ভারতে পৌঁছনোর বদলে ইংল্যান্ড দল প্রথমে আবু ধাবিতে গিয়ে অনুশীলন চালাবে৷

এদিকে ২০১১ সালে এক দিনের ম্যাচের বিশ্বকাপ দক্ষিণ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ যৌথভাবে এই বিশ্বকাপের আয়োজন করবে - এমনটাই পরিকল্পনা করা হয়েছিল৷ তবে প্রায় আড়াই বছর আগে পরিস্থিতি সম্পর্কে আগাম আভাস পাওয়া সম্ভব নয় বলেও কিছু মহলে শোনা যাচ্ছে৷