1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এই ‘ইঁদুর’ আসলে ইঁদুর নয়!

৩১ জানুয়ারি ২০১৮

মাত্র তিন দিনে এই ইঁদুরের ‘গোসল’ করার ভিডিও শুধু ফেসবুকে দেখা হয়েছে পাঁচ কোটি ৬০ লক্ষবারের বেশি৷ কিন্তু প্রাণীবিজ্ঞানীরা বলছেন, এটি আসলে ‘ইঁদুর’ নয়৷

https://p.dw.com/p/2rnne
ইঁদুর
ছবি: picture-alliance/Photoshot

রবিবার ফেসবুকে ভিডিওটি আপলোড করা হয়৷ ডিজে জোসে কোরেয়া নামে পেরুর এক ব্যক্তি ‘আকাসো’? নামের এক ফেসবুক পাতায় ভিডিওটি আপলোড করেন৷ ভিডিও দেখে প্রথমে মনে হবে, একটি ইঁদুর মানুষের মতো সাবান মেখে গোসল করছে৷

কিন্তু আসলে এটি ইঁদুর নয় বলে নিউজউইক ম্যাগাজিনকে জানিয়েছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী ডালাস ক্রেন্টজেল৷ ইঁদুর জাতীয় বিভিন্ন প্রাণী নিয়ে কাজ করা এই বিজ্ঞানী বলেন, ভিডিওতে যে প্রাণীটকে দেখা যাচ্ছে সেটি আসলে প্যানাকারা৷ সাধারণত তাদের দক্ষিণ অ্যামেরিকায় পাওয়া যায়৷ সাধারণ ইঁদুরের চেয়ে তাদের মাথা হয় বড়, আর লেজ হয় ছোট৷

যাই হোক, এত তথ্য জেনে কী হবে, ভিডিওটি দেখে মজা পেলেন কিনা, জানান নীচে মন্তব্যের ঘরে৷

জেডএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান