1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাইরাল ভিডিওই কাল হলো তাঁদের জন্য

২৯ ডিসেম্বর ২০১৬

একদল তরুণ-তরুণী রাতে পার্টি করছিল৷ সেখানে অ্যালকোহলের ব্যবস্থাও ছিল৷ এই পর্যন্ত ঠিকই ছিল৷ কিন্তু পার্টির একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করাই কাল হলো৷ কারণ দেশটি সৌদি আরব৷

https://p.dw.com/p/2UzR9
ছবি: Getty Images/J. Pix

সে দেশে নারীদের রক্তের সম্পর্কের বাইরে অন্য পুরুষদের সঙ্গে মেশা অপরাধ বলে বিবেচিত৷ এছাড়া অ্যালকোহল কেনা কিংবা কোথাও পরিবেশন করাও আইনত দণ্ডনীয় অপরাধ৷

ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ায় সৌদি পুলিশের নজরে আসে সেটি৷ সেই থেকে পুলিশ তাঁদের খুঁজতে থাকে৷ ভিডিওতে পার্টিরতদের পাশাপাশি একটি পতাকাস্ট্যান্ড দেখা গেছে৷ সেটি সাধারণ কোনো স্ট্যান্ড নয়৷ এর উচ্চতা ৭০ মিটার৷ ফলে ২০১৪ সালে জেদ্দায় স্থাপন করা পত্যাকাস্ট্যান্ডটি বিশ্বের সবচেয়ে উঁচু৷ পার্টিটি হচ্ছিল সেই স্ট্যান্ডের পাশে অবস্থিত একটি ভবনের বারান্দায়৷ তাই ভিডিওতে পতাকাস্ট্যান্ডটিও দেখা গেছে৷ ভিডিওটি ২০ ডিসেম্বর ইউটিউবে আপলোড করা হয়৷

পুলিশের তদন্ত দল ইতিমধ্যে পার্টিতে অংশগ্রহণকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে আরব আমিরাত থেকে প্রকাশিত ইংরেজি ভাষার দৈনিক খালিজ টাইমস

জেডএইচ/ডিজি (খালিজ টাইমস, ডেইলি মেইল)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য