1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগার গ্রেফতারের প্রতিবাদে ধর্মঘটের হুঁশিয়ারি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৫ এপ্রিল ২০১৩

আটক ব্লগারদের মুক্তির দাবিতে সংগঠিত হচ্ছেন ছাত্র-শিক্ষক, ব্লগারসহ সুশীল সমাজ৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী ৭ই এপ্রিলের মধ্যে আটক ব্লগারদের মুক্তি দাবি করেছেন৷

https://p.dw.com/p/18A8l
ছবি: mukto-mona.com/bangla_blog

অন্যথায় তাঁরা ৮ই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করবেন৷

আটক ব্লগারদের মধ্যে সুব্রত অধিকারী শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র৷ তাঁর সহপাঠীরা তাকে গ্রেফতারের ঘটনা কোনভাবেই মেনে নিতে পারছেনা৷ শুধু শুভ নয়, অন্য ব্লগারদের আটক করায়ও তাঁরা ব্যথিত৷ তাই তাঁরা এই আটকের বিরুদ্ধে সংগঠিত হয়েছে৷ তাঁদের সঙ্গে একাত্ম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আরো অনেক বিভাগের শিক্ষার্থীরা৷ তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ব্যানারে জরুরি সংবাদ সম্মেলন করে ৭ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ে সমাবেশের ডাক দিয়েছেন৷ ঐ দিনের মধ্যে আটক সব ব্লগারদের মুক্তি না দিলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করবেন তাঁরা৷

আন্দোলনকারী ছাত্রদের একজন – উন্মেষ রায় ডয়চে ভেলেকে জানান, কোন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ব্লগারদের গ্রেফতার করা হয়েছে৷ আর সরকার জামায়াত-শিবিরের ফাঁদে পা দিয়েছে৷ তিনি বলেন, দৈনিক প্রথম আলোর এক কার্টুনিস্টকে গ্রেফতার করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে৷ কিন্তু একই কার্টুন তার আগে শিবিরের একটি পত্রিকায় ছাপা হয়েছিল৷ তখন মৌলবাদীরা চুপ ছিল৷ কোন তদন্ত ছাড়াই ব্লগারদের আটক করে মুক্তচিন্তার ওপর আঘাত হানা হয়েছে৷

ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিক উল্লাহ খান বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত কোনভাবেই সমর্থনযোগ্য নয়৷ কিন্তু যাদের আটক করেছে, তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে কিনা তা প্রমাণিত নয়৷ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ৫৪ ধারায় গ্রেফতার করা হত না৷ এটি খুবই অন্যায়৷ কেউ কাউকে নাস্তিক বললেই তাকে গ্রেফতার করা হলে এটা তো ঘায়েল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে৷

তিনি আরও বলেন, এই তরুণরা ব্লগে লেখালেখি করে, মুক্ত চিন্তার চর্চা করে৷ তাদের দাগী আসামির মত গ্রেফতার করে সংবাদ মাধ্যমের সামনে হাজির করে আইন ও মানবাধিকারের লঙ্ঘন করা হয়েছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভকে গ্রেফতারের আগে প্রক্টরের অনুমতি নেয়া হয়নি৷ যা বিশ্ববিদ্যালয় আইনের লঙ্ঘন৷

এদিকে ব্লগারদের গ্রেফতারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে ১০টি ব্লগ বৃহস্পতিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য ব্ল্যাক আউট শুরু করেছে৷ ব্লগগুলো হল: আমার ব্লগ, সচলায়তন, মুক্তাঙ্গন, মুক্তমনা, নাগরিক ব্লগ, আমরা বন্ধু,চতুর্মাত্রিক, ক্যাডেট কলেজ ব্লগ, ইস্টিশন ব্লগ এবং সরব৷ তারা বলেছে, সরকারের মৌলবাদ তোষণ, ব্লগার গ্রেফতার৷ প্রতিবাদ, প্রতিরোধ ব্ল্যাক আউট৷ ব্লগারদের পক্ষ থেকে কালো ব্যানারে লাল রঙে লেখা হয়েছে – প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ে তুলুন৷

সরকার জামায়াত শিবির ও হেফাজতে ইসলামের দাবির মুখে এ পর্যন্ত ৪ জন ব্লগারকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে৷ তাদের মধ্যে মৌলবাদীদের হামলায় গুরুতর আহত ব্লগার আসিফ মহীউদ্দিনও রয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য