1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগ বনাম ফেসবুক

২৯ সেপ্টেম্বর ২০১৪

একসময় ব্লগ ছিল স্বাধীনভাবে মত প্রকাশের জায়গা৷ পরে এসেছে বিভিন্ন সামাজিক মাধ্যম, বিশেষ করে ফেসবুক৷ অনেক ব্লগারকে এখন বেশ সক্রিয়ভাবেই ফেসবুক ব্যবহার করতে দেখা যাচ্ছে৷ কিন্তু এ দুটোর মধ্য কী পার্থক্য?

https://p.dw.com/p/1DMcQ
ছবি: DW/U. Nitschke

বিষয়টি নিয়ে সামহয়্যার ইন ব্লগে একটি পোস্ট দিয়েছেন সাইফ সামির৷ নিজে এখনও ব্লগেই সবচেয়ে বেশি স্বস্তি বোধ করেন জানিয়ে সামির ব্লগ আর ফেসবুকের মধ্যে সাতটি মৌলিক পার্থক্যের কথা উল্লেখ করেছেন৷ ফেসবুককে সার্কাস আর ব্লগকে থিয়েটার মনে হয় বলে তিনি মন্তব্য করেছেন৷

সামির বলেন, ‘‘ফেসবুকে একটু কঠিন কিছু লিখলে পরে নিজেকে বোকা বোকা লাগে৷ আর ব্লগে যে-কোনো কিছু নিয়ে স্বাচ্ছন্দ্যে লেখা যায়৷'' তাঁর ধারণা, ফেসবুকের পাঠকরা অস্থির, মনোনিবেশ করতে চায় না৷ আর ব্লগের পাঠকরা এখনও শাণিত, চিন্তাশীল৷ তিনি বলেন, ‘‘ফেসবুকে লেখা মাঝে মাঝে উলোবনে মুক্ত ছড়ানোর মতো হয়ে যায়৷ আর ব্লগে লেখা স্বর্ণ ভাণ্ডারের সমৃদ্ধি৷''

সামির মনে করেন, ফেসবুক কখনও ব্লগের যোগ্য বিকল্প নয়৷ আর ব্লগ ফেসবুকের মতো সর্বসাধারণের জন্য নয়৷

ফেসবুককে গ্রিন হাউজ, আর ব্লগকে আমাজনের সঙ্গে তুলনা করে তিনি লিখেছেন, ‘‘ফেসবুকে টিকে থাকা আর ব্লগে টিকে থাকা সমকক্ষ নয়৷'' তাঁর শেষ কথাটি এ রকম, ফেসবুক দুর্বলদের নিরাপদ শক্ত আশ্রম৷ আর ব্লগ অগ্রগামীদের চ্যালেঞ্জিং চারণভূমি৷

Screenshot - http://prothom-aloblog.com
‘‘বর্তমান বাস্তবতায় ফেসবুক ও ফেসবুকের মতো অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ব্লগের জনপ্রিয়তা ও কার্যকারিতা কিছুটা যে কমেছে, সেটা অস্বীকার করার উপায় নেই’’ এই কথা বলে প্রথম আলো ব্লগ বন্ধ করে দেয়া হয়েছেছবি: prothom-aloblog.com

সামিরের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে পোস্টের নীচে মন্তব্যের ঘরে এম ই জাভেদ লিখেছেন, ‘‘অল্প কথায় দারুণ তুলনামুলক চিত্র ফুটে উঠেছে৷ ভেবে হাসি পায় ফেসবুকের জনপ্রিয়তার খোঁড়া অজুহাত তুলে যখন নামিদামি ব্লগ বন্ধ হয়ে যায়!''

সামিরকে উদ্দেশ্য করে মামুন রশিদ লিখেছেন, ‘‘আপনার অবজারভেশনের সবগুলো পয়েন্টে একমত৷''

আবু শাকিল মনে করেন, ‘‘ব্লগে রুচিশীল এবং সৃজনশীল মানুষের খোঁজ সহজে পাওয়া যায়৷ ফেসবুকে অনেক গরু, ছাগল খোঁজার পর বুঝতে পারি তিনি রুচিশীল এবং সৃজনশীল৷''

ইমিনা বলেছেন ফেসবুক আর ব্লগের মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা তিনি নিজেও করেছেন৷ কিন্তু সামিরের মতো এভাবে অল্প কথায় এতো গভীরতা নিয়ে ভাবতে পারেননি বলে জানিয়েছেন৷ সামিরের ‘ফেসবুক গ্রিন হাউজ, ব্লগ আমাজন' মন্তব্যটা তাঁর বেশ পছন্দ হয়েছে বলেও মন্তব্যের ঘরে জানিয়েছেন তিনি৷

এসকে ফয়সাল আলম লিখেছেন, ‘‘...তবে এটা ঠিক যে যতই ফেসবুক ফেসবুক করি....সেই ব্লগের স্বাদ কখনোই ফেসবুকে পাওয়া সম্ভব নয়৷''

তবে ব্লগার জুন মনে করেন ব্লগ আর ফেসবুকের প্রয়োজনীয়তা ভিন্ন৷ তাই একটার সঙ্গে আরেকটার তুলনা চলে বলে তিনি মনে করেন না৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য