1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেন – বিয়ের উৎসব শেষে আসছে আরও এক উৎসব

১৯ এপ্রিল ২০১১

আর মাত্র দশ দিন৷ ব্রিটিশ রাজপরিবারে হতে যাচ্ছে প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের ‘‘রয়্যাল ওয়েডিং৷'' এই রাজকীয় উৎসব নিয়ে সরব এখন সব সংবাদ মাধ্যম৷ তবে এটি শেষ নয়, আগামী বছরে আরও এক রাজকীয় উৎসব আসছে ব্রিটিশ রাজপরিবারে৷

https://p.dw.com/p/10vz1
রাজপরিবারে নতুন অধ্যায়ের সূচনা করবেন কি উইলিয়াম-মিডলটন?ছবি: AP

চলতি সপ্তাহেই ৮৫ বছরে পা রাখছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ৷ আর আগামী বছর পূর্ণ হবে তাঁর সিংহাসনে আরোহনের ৬০ বছর৷ এর আগে কেবল একজন রানি এই হীরক জয়ন্তী পূর্ণ করতে পেরেছিলেন৷ তিনি রানি ভিক্টোরিয়া, ১৮৯৭ সালে৷ রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বের হীরক জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে ব্যাপক পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ রাজপরিবার৷ এই উপলক্ষে আগামী বছরের জুনে লন্ডনের টেমস নদীতে আয়োজন করা হচ্ছে এক বিশাল রাজকীয় নৌ বহরের৷ জানা গেছে, সেই বিশাল নৌবহরে থাকছে এক হাজার নৌকা৷ ব্রিটিশ রাজপরিবারের সাড়ে তিনশ বছরের ইতিহাসে এটিই নাকি হবে সবচেয়ে বড় এবং জাকজমকপূর্ণ আয়োজন৷

Queen Elizabeth II nach Gedenkgottesdienst für Lady Diana
রাণি দ্বিতীয় এলিজাবেথ এখনও অনেক ব্রিটিশের কাছে সবচেয়ে গ্রহণযোগ্যছবি: AP

একদিকে সরকারের অর্থ সাশ্রয়ের প্রচেষ্টা, তার বিপরীতে রাজপরিবারের এই বিলাসিতা কতটুকু অর্থবহ তা নিয়ে অনেক ব্রিটিশের মনে প্রশ্ন রয়েছে৷ তারপরও ব্রিটিশরা মনে প্রাণে তাদের রাজপরিবারকে গ্রহণ করে থাকেন৷ দুনিয়াকে দেখানোর জন্য অ্যামেরিকার যেমন আছে হলিউড, তেমনি আমাদের আছে রাজপরিবার- এই মানসিকতা অনেক ব্রিটিশের মধ্যে কাজ করে থাকে৷

প্রিন্সেস ডায়ানার মৃত্যুতে ব্রিটিশ রাজপরিবারের প্রতি অনেকেই বিক্ষুব্ধ হয়ে উঠেছিলো৷ প্রিন্স উইলিয়াম আর কেট মিডলটনের বিয়ের মাধ্যমে ব্রিটিশ রাজপরিবার একটি নতুন অধ্যায় সুচনা করতে যাচ্ছে বলে অনেকে মনে করছে৷ তাই বিগত কয়েকটি জরিপে দেখা গেছে, বেশিরভাগ লোক মনে করছে, রানি দ্বিতীয় এলিজাবেথের পর প্রিন্স চার্লস নয় বরং প্রিন্স উইলিয়ামের মাথাতেই মুকুট উঠুক৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য