1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটিশ রাজতন্ত্রের বছরে আয় ৫০ কোটি পাউন্ড

৩০ জুলাই ২০১০

রাজা, রানী বা রাজপরিবার সবসময়ই সাধারণ মানুষের কাছে আগ্রহের বিষয়৷ আর তা যদি হয় হাজার বছরের পুরনো তাহলে তো কথাই নেই৷ বলছি ব্রিটিশ রাজতন্ত্রের কথা৷ বিদেশি পর্যটকদের কাছ থেকে যার আয় বছরে ৫০ কোটি পাউন্ড৷

https://p.dw.com/p/OXpF
টাওয়ার অব লন্ডনছবি: AP

ব্রিটিশ পর্যটন কর্তৃপক্ষের প্রকাশিত এক প্রতিবেদনে শুক্রবার জানা গেছে এই তথ্য৷ এই রাজতন্ত্রের এক হাজার বছরের পুরনো ইতিহাসের পাশাপাশি যোগ হয়েছে বর্তমান রাজপরিবার নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের উৎসাহ৷ যা বিশ্ববাসীকে টেনে নিয়ে আসে যুক্তরাজ্যের দর্শনীয় বিখ্যাত স্থানগুলোতে৷

গত বছর পর্যটকদের কাছে লন্ডন টাওয়ার ছিল রাজকীয় দর্শনীয় স্থানগুলোর শীর্ষ আকর্ষণ৷ গত বছর ২৪ লাখ পর্যটক ঘুরে দেখেছেন লন্ডন টাওয়ার৷ দ্বিতীয় অবস্থানে ছিল গ্রিনিচের ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম৷ যার মধ্যে রানীর বাড়ি ছাড়াও প্রথম জেমস, প্রথম চার্লস এবং রয়্যাল অবজারভেটরিও অন্তর্ভুক্ত৷ স্থানটি ঘুরে দেখেছেন ২৩ লাখ পর্যটক৷ আর এডিনবরা ক্যাসেল টেনেছে ১১ লাখ পর্যটক৷ সেই দিক দিয়ে রয়েছে ছয় নম্বর স্থানে৷ রানী প্রথম ও দ্বিতীয় এলিজাবেথের প্রধান বাসভবন উইন্ডসর ক্যাসেল সপ্তম স্থানে, পর্যটক টেনেছে ৯ লাখ ৮৭ হাজার৷

বাকিংহাম প্যালেস, প্যালেস অব হলিরুড হাউস এবং উইন্ডসর ক্যাসেল ঘুরে দেখেন প্রতি বছর প্রায় ২০ লাখ পর্যটক৷ থিয়েটার, পাবস, গ্যালারি ক্যাসেলসহ ব্রিটেনের সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরার জন্যে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান হয়৷ এই সব তথ্যই দিয়েছে ব্রিটিশ পর্যটন কর্তৃপক্ষ৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই