1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

১৩ জুলাই ২০১৭

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক প্রেসিডেন্ট লুলাকে সাড়ে নয় বছরের কারাদণ্ড দিয়েছে ব্রাজিলের আদালত৷ রায়ের বিরুদ্ধে অবশ্য আপিল করতে পারবেন এবং আপিলে জয় হলে তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি হওয়ার লড়াইয়েও নামতে পারবেন লুলা৷

https://p.dw.com/p/2gSVC
Brasilien Luiz Inacio Lula da Silva und Dilma Rousseff
ছবি: picture-alliance/AP Photo/E. Peres

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুইস ইনাসিও লুলা ডা সিলভা৷ ব্রাজিলের সংবিধান অনুযায়ী কেউ টানা দু'মেয়াদের বেশি রাষ্ট্রপতি হতে পারেন না৷ এমন আইনের কারণেই নিজে সরে দাঁড়িয়ে ওয়ার্কার্স পার্টিতে তাঁর প্রিয় অনুসারী দিলমা রুসেফকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দিয়েছিলেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম জনপ্রিয় নেতা লুলা৷ তবে গত বছর দিলমা রুসেফকে অভিসংশন করার পর তৃতীয় বারের মতো প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন স্টিল কারখানার শ্রমিক থেকে দেশনায়ক হওয়া ৭১ বছর বয়সি এই রাজনীতিবিদ৷ দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সেই স্বপ্ন এখন শঙ্কাবিদ্ধ৷

রাষ্ট্রীয় তেল কোম্পানি পেত্রোব্রাসের এক দুর্নীতির কেলেঙ্কারিতে ঘুস হিসেবে একটি অ্যাপার্টমেন্ট গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় লুলার বিরুদ্ধে বুধবার সাড়ে নয় বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়৷ লুলা শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন৷ তাঁর মতে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এ মামলা করা হয়েছে৷ ২০১৮ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে দূরে রাখার জন্যই মামলাটি করা হয়েছে বলে তাঁর ধারণা৷

প্রেসিডেন্ট থাকা কালে তুমুল জনপ্রিয় ছিলেন লুলা৷ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা একবার তাঁকে (লুলা) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেছিলেন৷

এসিবি/ডিজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য