1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সড়কের পাশে বসবাসে সমস্যা

৫ জানুয়ারি ২০১৭

ব্যস্ত সড়কের কাছে যারা বাস করেন, তাদের বেশিরভাগের ডিমেনশিয়া বা স্মৃতিভ্রমজনিত সমস্যায় ভোগার ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি৷ ক্যানাডার গবেষকদের গবেষণায় এই তথ্য উঠে এসেছে৷

https://p.dw.com/p/2VJt9
Demenz Alzheimer Symbolbild
ছবি: picture-alliance/dpa

সোমবার সকাল ৮টা৷ আপনি বনানী থেকে কারওয়ান বাজার যাবেন৷ আপনার কত সময় লাগতে পারে? রাস্তা খালি থাকলে ৩৫ থেকে ৪৫ মিনিট৷ আর যানজট হলে ৩ ঘণ্টাও হতে পারে হতে পারে ৪ ঘণ্টা৷ সাম্প্রতিক সময় রাজধানী ঢাকার যানজট এমন অবস্থায় দাঁড়িয়েছে, ছুটির দিনেও রাস্তা খালি থাকে না৷ আর যানজট হোক বা না হোক গাড়িতে হর্ন দেয়া যেন বাধ্যতামূলক৷ একদিনে ঢাকায় গাড়ির সংখ্যা দিন দিন বাড়ায় বায়ু দূষণ বাড়ছে সেই সাথে বাড়ছে শব্দ দূষণও৷ আর এর ভুক্তভোগী সবচেয়ে বেশি তারা যাদের বসবাস ব্যস্ত রাস্তার পাশে-ক্যানাডার সাম্প্রতিক গবেষণাও একই কথা বলছে৷

ক্যানাডার গবেষকরা দেখেছেন, ব্যস্ত সড়কগুলোর ৫০ মিটারের মধ্যে বসবাসকারীদের ডিমেনশিয়ার ঝুঁকি ৩০০ মিটার দূরে থাকাদের তুলনায় ৭ শতাংশ বেশি৷ ক্যানাডার ইনস্টিটিউট ফর ক্লিনিকাল ইভালুয়েটিভ সায়েন্সেস এর সহকর্মীদের নিয়ে গবেষণাটি করেছেন পাবলিক হেল্থ অন্টারিও-র পরিবেশ বিশেষজ্ঞ রে কোপস৷

তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘বায়ু দূষণ মানুষের রক্তপ্রবাহে মিশে যায়, যার ফলে হৃদরোগের সম্ভাবনা অনেক বেড়ে যায়৷ এছাড়া ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও বহুগুণে বেড়ে যায়৷ দূষিত পদার্থগুলো রক্তের মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করে নিউরোলজিক্যাল বা স্নায়বিক সমস্যা সৃষ্টি করে৷''

মস্তিষ্কের রোগ থেকে ডিমেনশিয়া হয়, বিশেষত আলৎসহাইমার রোগের কারণে, এর ফলে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং স্মৃতি বিঘ্নিত হয়৷ এছাড়া চিন্তা-ভাবনা, আচরণ, দিক নির্দেশন এবং দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্মে তা প্রভাব ফেলে৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০১৫ সালে ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষের মোট সংখ্যা ৪ কোটি ৪৭ লাখ৷ এই সংখ্যাটা খুব দ্রুত বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি৷

গবেষণা দলটি অন্টারিও-র ৬৫ লাখ মানুষের তথ্য রেকর্ড করেছে, যাদের বয়স ২০ থেকে ৮৫ বছর৷ ২০০১ থেকে ২০১২ সালের মধ্যে এলাকাটির দুই লাখ ৪৩ হাজার ৬১১ মানুষের স্মৃতিভ্রম ধরা পড়ে৷ এরপর তারা এদের মধ্যে কতজন ব্যস্ত সড়কের আশেপাশে ছিলেন, তা নির্ধারণ করেন৷ পোস্টাল কোড ব্যবহার করে এই পরীক্ষাটি করেন তারা৷ পাবলিক হেল্থ অন্টারিও-র গবেষক হং চেন জানালেন, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অতি সূক্ষ কনা মানুষের ডিমেনশিয়ার প্রধান কারণ৷ প্রতি বছর ৭৭ লাখ মানুষ  নতুন করে ডিমেনশিয়ায় আক্রান্ত হচ্ছে বলেও জানান তিনি৷

হং চেন বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের কারণে অনেককেই প্রধান সড়কগুলোর আশপাশে বসবাস করতে হচ্ছে৷ ‘‘যে কারণে রাস্তার কোলাহলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডিমেনশিয়া৷ সড়কের কাছাকাছি থাকার কারণে যদি এ ধরনের সামান্য ক্ষতিও হয়, তাহলে তা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকির পথ উন্মুক্ত করবে৷''

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

এ বিষয়ে আপনি কি কিছু বলতে চান? তাহলে লিখুন নীচে, মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য