1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোরুসিয়া মোয়েনশেনগ্লাডবাখ

২০ আগস্ট ২০১০

পাঁচবারের বুন্ডেসলিগা জয়ী আর দু’বারের রানার আপ দলটি গতবার হয়েছিল ১২তম৷ প্রায় ১১০ বছরের পুরনো এই ক্লাবটির সেরা সময় ছিল সত্তরের দশক৷ কারণ শুরুতে যেসব সাফল্যের কথা বলা হলো, তার সবকটাই এসেছে ঐ দশকে৷

https://p.dw.com/p/OsJH

এছাড়া ঐ সময়ের আরও কিছু উল্লেখযোগ্য রেকর্ডের কথা বললে ব্যাপারটা আরও পরিস্কার হবে৷ যেমন ১৯৭৮ সালে দলটি ১২-০ গোলে হারিয়েছিল বোরুসিয়া ডর্টমুন্ডকে৷ হারের এই ব্যবধান বুন্ডেসলিগার ইতিহাসে এখনো সেরা৷ এছাড়া, এক খেলায় কোন এক দলের সর্বোচ্চ গোল দেয়ার রেকর্ডও এটি৷ সর্বোচ্চ গোল ব্যবধানে জয়ী হওয়ার দ্বিতীয় ও তৃতীয় রেকর্ডটিও কিন্তু বোরুসিয়া মোয়েনশেনগ্লাডবাখ-এর৷ ঐ ম্যাচগুলোর ফল ছিল এরকম : ১১-০ ও ১০-০৷

তবে এবার কেমন করবে দলটি? প্র্যাকটিস ম্যাচের ফলগুলো দেখে ধারণা করা যায়, এবার গতবারের চেয়ে ভাল করতে পারে তারা৷ কেননা প্রতিষ্ঠার ১১০ বছর পূর্তি উপলক্ষ্যে বিখ্যাত ইংলিশ ক্লাব লিভারপুলের বিরুদ্ধে খেলা প্রীতি ম্যাচে তারা জয়ী হয়েছে ১-০ তে৷ এছাড়া বুন্ডেসলিগার পর জার্মানির দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ লিগ সেই জার্মান কাপে এখন পর্যন্ত তারা ভালই খেলছে৷

সম্ভাব্য মূল একাদশ : গোলরক্ষক - লোগান বাইলি; রক্ষণভাগ - ফিলিপ ডায়মেস, রোয়েল ব্রুভেয়ার্স, টোবিয়াস লেভেলস ও দান্তে; মধ্যমাঠ - থ্রোবেন মার্ক্স, ইয়ুআন ফার্নান্দো আরাঙ্গো, মিশায়েল ব্রাডলে ও মার্কো রেয়ুস; এবং আক্রমণভাগ - রাউল মার্সেলো বোবাদিলা ও ইগোর ড্য কামার্গো৷

সম্ভাব্য ফর্মেশন : ৪-৪-২

কোচ : মিশায়েল ফ্রন্টসেক

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ