1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রমাকে সহায়তার আহ্বান

১৮ জুলাই ২০১৩

জনপ্রিয় কমিউনিটি বাংলা ব্লগ সাইট সামহয়্যার ইন ব্লগে বিশেষ গুরুত্ব সহকারে একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে৷ শিরোনাম, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী রমা চৌধুরী’র জন্য কিছু একটা করুন৷’’ নিবন্ধটি লিখেছেন রেজা ঘটক৷

https://p.dw.com/p/19AFW
Screenshot von der Website somewhereinblog Quelle: http://www.somewhereinblog.net/blog/rezaghatokblog/29854990
ছবি: somewhereinblog.net

বাংলাদেশে চলতি সপ্তাহে মূল আলোচনার বিষয় মুক্তিযুদ্ধ৷ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে দু'জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে ঢাকার ট্রাইব্যুনাল৷ এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে বাংলা ব্লগ, ফেসবুক, টুইটারে৷ এই আলোচনায় নতুন রসদ জুগিয়েছেন ছোট গল্প লেখক রেজা ঘটক৷

সামহয়্যার ইন ব্লগে রেজা লিখেছেন বীরাঙ্গনা রমা চৌধুরীকে নিয়ে৷ তাঁর ভাষায়, ‘‘চট্টগ্রাম শহরের রাস্তায় রাস্তায় খালি পায়ে হেঁটে নিজের লেখা বই ফেরি করেন রমা চৌধুরী৷ কে এই রমা চৌধুরী? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীরাঙ্গনা৷ সারা দিনের আহার সংগ্রহের জন্য নিজের লেখা বই বিক্রি করতে পারলে তবেই আহার জোটে রমা চৌধুরীর৷''

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ধর্ষণের শিকার হন রমা চৌধুরী৷ বিস্তারিত নিবন্ধে সে সময়ের কথাও লিখেছেন রেজা ঘটক৷ তিনি লিখেছেন, ‘‘নিজের মা, পাঁচ বছর ৯ মাস বয়সি ছেলে সাগর ও তিন বছর বয়সি ছেলে টগরের সামনেই তাকে ধর্ষণ করে এক পাকিস্তানি খানসেনা৷ পাকসেনারা রমা চৌধুরীকে শুধু ধর্ষণেই ক্ষান্ত হয়নি, তাদের বাড়িও পুড়িয়ে দেয় তখন৷''

একাত্তরে বাংলাদেশ স্বাধীন হলেও রমা চৌধুরীর জীবনের ভোগান্তি শেষ হয়নি৷ একের পর এক প্রতিকূল অবস্থা মোকাবিলা করতে হয়েছে তাঁকে৷ সম্পদ হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, হারিয়েছেন স্বামীকেও৷ মোটের উপর সমাজে তিনি পরিচিত ধর্ষিতা নারী হিসেবে৷ রেজা লিখেছেন, ‘‘জীবনের সব হারিয়ে রমা চৌধুরী এখন বইয়ের ফেরিওয়ালা৷ নিজের লেখা বই ফেরি করে বিক্রি করেন৷...যেদিন বই বিক্রি হয় সেদিন তিনি দুমুঠো খান৷''

সামহয়্যার ইন ব্লগে এই নিবন্ধ প্রকাশের পর রমার প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকে৷ রেজা ঘটক সেই বিষয়ে আপডেটও দিয়েছেন৷ তবে তিনি চান স্থায়ী সমাধান৷ রেজা ঘটক লিখেছেন, ‘‘ প্রিয় ব্লগারদের উৎসাহ এবং আগ্রহকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না৷ আমরা রমা চৌধুরী'র জন্য স্থায়ী একটি সমাধান বের করতে সক্ষম হলেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগটি যথাযথ আলোর মুখ দেখবে বলেই আমি বিশ্বাস করি৷''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য