‘বীরাঙ্গনা রমা চৌধুরী’ | পাঠক ভাবনা | DW | 29.07.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বীরাঙ্গনা রমা চৌধুরী’

ওয়েবসাইটে দেখলাম বাংলাদেশ ও ভারতের খবরকে প্রাধান্য দেওয়া হয়েছে৷ আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতির কোনো খবর পেলাম না৷

যাই হোক, বীরাঙ্গনা রমা চৌধুরী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার ভিত্তিক পরিবেশনাটি ভালো লাগলো৷ মুক্তিযুদ্ধে সর্বহারা, নির্যাতিতা এক নারীর অসাধারণ জীবন সংগ্রামের কথা, সবকিছু হারিয়েও বিলাসিতা উপভোগকে দূরে সরিয়ে সবাই মিলে দেশটাকে গড়ার কথা হৃদয় ছুঁয়ে গেলো৷

জার্মানি-ইউরোপ পেজে এখন পর্যন্ত বেঁচে থাকা নাৎসি অপরাধীদের খুঁজে বের করে বিচারের লক্ষ্যে ‘অপারেশন লাস্ট চান্স' ক্যাম্পেইন সম্পর্কে নতুন তথ্য জানতে পারলাম৷ স্বাধীনতা বজায় রেখে, নিঃসঙ্গতাকে দূরে সরিয়ে বৃদ্ধ বয়সে একা বাস করা বা কোনো বৃদ্ধাশ্রমে যাওয়ার বিকল্প উপায় হিসাবে বন শহরের ‘আমারিলিস' প্রকল্প কিংবা ফ্রাইবুর্গের ‘আলবার্ট-রিয়া-বৃদ্ধনিবাসের' মতো প্রবীণদের জন্য আবাসিক প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেলাম এই বিষয়ের ওপর আলোকপাত থেকে৷

ছবিঘরের উপস্থাপনায় জার্মান সেনাবাহিনীর আফগানিস্তান ত্যাগ করা নিয়ে তথ্য সহ বিস্তারিত পরিবেশনা বেশ ভালো লাগলো৷

জার্মানির ‘ডুইসবুর্গের আন্তঃসাংস্কৃতিক গ্রন্থাগার – একটি প্রশংসনীয় উদ্যোগ' শীর্ষক প্রতিবেদনটি পড়লাম এবং বেশ ভালই লাগলো৷ যে শহরের প্রায় এক তৃতীয়াংশ মানুষ অভিবাসী, সেই শহরের অভিবাসীরা যাতে সেই দেশের সাহিত্য, কলা, সংস্কৃতি, বিজ্ঞান সম্পর্কে জানতে পারে ও সেখানকার মানুষদের সাথে একাত্ম হতে পারে সেই সুবিধাটুকু তাঁদের দেওয়ার একটা নৈতিক দায়িত্ব তো থাকেই৷ বিভিন্ন দেশের সংস্কৃতির মধ্যে মিলন ঘটানোর লক্ষ্যে ডুইসবুর্গের কেন্দ্রীয় গ্রন্থাগার কর্তৃপক্ষের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে লিখেছেন৷

চোরাচালানের স্বর্গভূমি এখন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি শীর্ষক প্রতিবেদনটি পড়ে বেশ অবাক হলাম৷ বহু বছর ধরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই ছিল চোরাচালানের আখড়া৷ এখন মুম্বইকে টেক্কা দিয়ে এগিয়ে গেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি৷ এর অন্যতম কারণ নেপাল, বাংলাদেশ, চীন, মিয়ানমারের সঙ্গে ভারতের অসুরক্ষিত সীমান্ত৷

রক অ্যান্ড রোল জগতে ৫১ বছর ধরে উন্মাদনার নাম ‘চিরতরুণ' মিক জ্যাগার৷ এই প্রতিবেদনটি বেশ ভালো লাগলো৷ ‘বিজ্ঞান পরিবেশ', ‘সমাজ সংস্কৃতি, ‘খেলার পাতায়' নতুন প্রতিবেদনগুলিও পড়েও ভালো লাগলো৷

‘পজিটিভ লাইট', ‘রহস্য ঘেরা দেশ', ‘নেলসন ম্যান্ডেলা' ও ‘সিরিয়ার নারী যোদ্ধাদের কথা' শীর্ষক ছবিঘর দারুণ হয়েছে৷ হুমায়ূন আহমেদের স্মৃতিময় ‘ছবিঘরটি' আমাকে মুগ্ধ করলো৷

মাহে মাহে রমজানের আন্তরিক সালাম ও শুভেচ্ছা নেবেন৷ ডয়চে ভেলের বাংলা ওয়েব পেজ আমি নিয়মিত দেখি৷ মহ. হাফিজুর রহমান, চুপী, পূর্বস্থলী, বর্ধমান তেকে লিখেছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন