1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিঙ্গ পরিবর্তন, বিয়ে বাতিল

২ এপ্রিল ২০১৮

সিঙ্গাপুরের এক দম্পতি তাঁদের বিয়ে বাতিল করায় সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তাঁদের এক আইনজীবী৷ ঐ দম্পতির একজন লিঙ্গ পরিবর্তন করায় বিয়ে বাতিল করা হয়েছিল৷

https://p.dw.com/p/2vMfM
প্রতীকী ছবিছবি: Reuters/T. Siu

ফেইথ ভল্টা ও ব্রাইস ভল্টা নামে ঐ দম্পতি ২০১৫ সালে বিয়ে করেন বলে স্থানীয় ‘স্ট্রেইটস টাইমস' পত্রিকা জানিয়েছে৷ এরপর গতবছর ফেইথ ভল্টা লিঙ্গ পরিবর্তন করে ‘নারী' হয়ে যান৷ ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্রেও তিনি তাঁর লিঙ্গ পরিচয় পরিবর্তন করেছেন৷

এই ঘটনার পর সিঙ্গাপুরের বিবাহ নিবন্ধন কার্যালয় ঐ দম্পতির সঙ্গে বৈঠক করে তাঁদের বিয়ে বাতিল করে৷ কারণ হিসেবে বলা হয়, লিঙ্গ পরিবর্তনজনিত অস্ত্রোপচারের পর ঐ দম্পতির বিয়েটি এখন সমলিঙ্গে বিয়ে হয়ে গেছে, যা দেশটির বর্তমান আইনে অবৈধ বলে বিবেচিত৷

এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য হাইকোর্টে আপিল করা হয়েছে বলে জানিয়েছেন ইউজিন থুরাইসিঙ্গাম৷ তাঁর কার্যালয় বিনামূল্যে ঐ দম্পতিকে আইনি সহায়তা দিচ্ছে৷

উল্লেখ্য, অনেক দিক বিবেচনায় সিঙ্গাপুর আধুনিক রাষ্ট্র হলেও সমকামিতার ক্ষেত্রে দেশটি এখনও রক্ষণশীল৷ সিঙ্গাপুর এখনও সমলিঙ্গের বিয়ের জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী লি হিসিয়েন লুঙ৷

দেশটিতে এখনও ব্রিটিশ আমলের আইন বলবৎ রয়েছে৷ ফলে দুই পুরুষের মধ্যে যৌনসম্পর্ক স্থাপনকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়৷ অবশ্য আইনটি তেমন জোরালোভাবে প্রয়োগ করা হয় না৷

তবে তরুণ প্রজন্ম ও দেশটিতে বসবাসরত প্রবাসী সম্প্রদায়ের মধ্যে সমকামী অধিকারের প্রতি সমর্থন রয়েছে৷

জেডএইচ/এসিবি (এএফপি)