1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের হ্যাশট্যাগ

আরাফাতুল ইসলাম১৭ জুন ২০১৪

‘বিশ্বকাপে বিশ্ব কাঁপে’ – সাপ্তাহিক ২০০০ পত্রিকার শিরোনাম এটি৷ আক্ষরিক অর্থেই এখন বিশ্ব কাঁপাচ্ছে বিশ্বকাপ৷ আর সেই কাঁপনে নতুনত্ব এনেছে বিশেষ ধরনের টুইটার হ্যাশট্যাগ৷ চলুন দেখা যাক, সেসব কী ভাবে ব্যবহার করা যায়৷

https://p.dw.com/p/1CJEb
Hashtags aus Händen
ছবি: DW/M. Müller

বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর জন্য বিশেষ হ্যাশট্যাগ চালু করেছে টুইটার৷ মাইক্রোব্লগিং এই সাইটটিতে এখন হ্যাশট্যাগের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ‘ইমোটিকন' হিসেবে যুক্ত হচ্ছে বিভিন্ন দেশের পতাকা৷ যেমন কেউ যদি টুইটারে #GER ‘কান্ট্রি কোড' লিখে কিছু পোস্ট করেন তাহলে এই অক্ষরগুলোর সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে জার্মানির পতাকা৷ একইভাবে ব্রাজিলের ক্ষেত্রে #BRA কিংবা আর্জেন্টিনার ক্ষেত্রে #ARG লিখলেই পাওয়া যাবে পতাকাসহ হ্যাশট্যাগ৷ বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর এরকম হ্যাশট্যাগের তালিকা পাবেন এই লিংকে

বলাবাহুল্য, টুইটারের কল্যাণে হ্যাশট্যাগ গোটা বিশ্বে জনপ্রিয় হলেও বর্তমানে ফেসবুক এবং গুগলের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও হ্যাশট্যাগ ব্যবহারের সুযোগ রয়েছে৷ চলতি বিশ্বকাপের মূল দু'টি হ্যাশট্যাগ হচ্ছে #WorldCup এবং #Brazil2014৷ ফেসবুক, টুইটার এমন কি গুগলেও এই হ্যাশট্যাগ দু'টি ব্যবহার সম্ভব৷ এছাড়া বিশ্বকাপের অন্যান্য হ্যাশট্যাগ পাবেন এই লিংকে

ট্রেন্ডিং ওয়ার্ল্ডকাপ

বিশ্বকাপ উপলক্ষ্যে ফেসবুকের যে ফিচারটি অনেকের চোখে পড়েছে, সেটির নাম ‘ট্রেন্ডিং ওয়ার্ল্ডকাপ'৷ অনেকেই হয়ত লক্ষ্য করেছেন, ফেসবুক টাইমলাইনের ডানদিকের উপরের অংশে বিশ্বকাপের খেলা নিয়ে কিছু লিংক প্রদর্শিত হচ্ছে৷ প্রতিদিনকার খেলা সম্পর্কিত এসব লিংকে ক্লিক করলে জানা যাবে বিস্তারিত বিভিন্ন তথ্য৷ এছাড়া ফেসবুকের বিশ্বকাপ পাতায়ও রয়েছে হালনাগাদ বিভিন্ন খবর এবং ফেসবুক ব্যবহারকারীদের বিশ্বকাপ সম্পর্কিত মতামত৷

ফেসবুক একটি ম্যাপও চালু করেছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশে খেলোয়াড়দের জনপ্রিয়তা সম্পর্কে জানা যাচ্ছে৷ এই ম্যাপ অনুযায়ী, মেসির ফেসবুক ভক্তদের ১০ দশমিক দুই শতাংশের অবস্থান বাংলাদেশে৷ ফেসবুক জনপ্রিয়তার বিচারে বাংলাদেশে তার থেকে অনেক পিছিয়ে আছেন ব্রাজিলের নেইমার এবং পর্তুগালের রোনাল্ডো৷ তবে সামগ্রিকভাবে সবচেয়ে বেশি সমর্থক রোনাল্ডোর৷

বলাবাহুল্য, সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক কিংবা টুইটারের জনপ্রিয়তার ধারেকাছেও এখনো পৌঁছাতে পারেনি গুগলপ্লাস৷ তাই বলে বিশ্বকাপের সময় তারা কি চুপ থাকবে? মোটেই না৷ বিশ্বকাপ হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের ওয়েবসাইটেও পাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, ছবি এবং ভিডিও৷

আর স্মার্টফোন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন ফিফার বিশ্বকাপ অ্যাপ৷ এই অ্যাপ খেলা চলাকালীন সময় ‘লাইভ' বিভিন্ন তথ্য প্রকাশ করে৷ পাশাপাশি কবে কোন খেলা সেটা স্থানীয় সময়ে জানা সম্ভব৷ মোটের উপর পছন্দের দলের সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য বিভিন্ন সংবাদও দ্রুত পেতে পারেন ফিফা অ্যাপের মাধ্যমে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য